''কৃষক আন্দোলন নিয়ে যা ঘটছে তাতে আতঙ্কিত'' KIFF-এ এসে মুখ খুললেন Anubhav Sinha

দেশে একের পর এক কৃষক আত্মহত্যার মত ঘটনা ঘটছে। সেপ্রসঙ্গে KIFF-এ এসে প্রথমবার মুখ খুললেন অনুভব সিনহা। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 10, 2021, 03:53 PM IST
''কৃষক আন্দোলন নিয়ে যা ঘটছে তাতে আতঙ্কিত'' KIFF-এ এসে মুখ খুললেন Anubhav Sinha

নিজস্ব প্রতিবেদন : ''কৃষক আন্দোলন নিয়ে যা চলছে তাতে আমি আতঙ্কিত।'' শনিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন পরিচালক অনুভব সিনহা। গোটা দেশ কৃষক আন্দোলন নিয়ে সরগরম। একের পর এক কৃষক আত্মহত্যার মত ঘটনা ঘটছে। ঠিক তখন সেপ্রসঙ্গে KIFF-এ এসে প্রথমবার মুখ খুললেন অনুভব সিনহা (Anubhav Sinha)। তাঁর কথায়, যা ঘটছে তাতে তিনি আতঙ্কিত। 

শনিবার, KIFF-এ সত্যজিৎ রায় স্মরক বক্তৃতায় কিংবদন্তি পরিচালককে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন অনুভব (Anubhav Sinha)। তাঁর কথায়, ছোটবেলায় তিনি যখন 'পথের পাঁচালি' দেখেছেন, তখন তাঁর মনে হয়েছিল ছবিটা খুব ধীর গতির। তবে পরে তিনি 'পথের পাঁচালি'র আসল মর্ম বুঝেছেন। বাংলা পরিচালকদের ইনস্টিটিউশন বলে উল্লেখ করেন অনুভব সিনহা (Anubhav Sinha)। এদিন সিনেমার সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে তাঁর নিজের ছবি 'থাপ্পড়', 'মুলক', 'আর্টিকেল ১৫'-এর প্রসঙ্গ টেনে আনেন তিনি। তাঁর কথায়, তাঁর ছবিতে বারবার সমাজ, নারীদের প্রসঙ্গ উঠে এসেছে। সমাজ বলতে আমরা কী বিবেচনা করব, সেই বিষয়ের উপর চলে আলোচনা। সমাজের দৃষ্টিভঙ্গী বদলাতে পার সিনেমার ভাষা, একথা তিনি বিশ্বাস করেন বলে জানান অনুভব সিনহা।

এদিকে KIFF-থেকে ফিরে যাওয়ার পর রবিবার টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতেও ভোলেননি অনুভব সিনহা। কলকাতা প্রসঙ্গে তিনি টুইটে লেখেন, ''কিছু শহর কখনও বদলায় না। কলকাতা তেমনই একটি শহর। ভালোবাসা দেওয়ার জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। দিদি মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ এত সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। সিনেমা দেখার জন্য কলকাতাকে ধন্যবাদ। আবারও দেখা হবে।''

আরও পড়ুন-'Shah Rukh-সই না করা পর্যন্ত সরছি না', 'মন্নত' নিয়ে মন্নতের সামনে ঠায় দাঁড়িয়ে জয়ন্ত

KIFF- ছাড়াও তিনি ফের কলকাতায় আসতে চান। কলকাতার মাছ, মিষ্টি দই চেখে দেখতে চান, এশহরের রাস্তায় ঘুরে ঘুরে স্ট্রিট ফুড খাওয়ার ইচ্ছা প্রকাশও করেন অনুভব সিনহা (Anubhav Sinha)। 

আরও পড়ুন-ফোনে 'রনির বাবা'কে দিঘা যাওয়ার প্রস্তাব Swastika Mukherjee-র?

.