আরেকটি প্রেমের গল্প শুরু `টিনসেল টাউন`-এ !

মুখরোচক খবরের কোনও অভাব নেই বি টাউনে। বলিউড সবসময়ই গুঞ্জন-মুখর। এই বুঝি কারও হাতে বাঁধা পড়ল নতুন কারও হাত, এই বুঝি ভাঙল কারও সুখের সংসার। শাহিদ কাপুর আর তাঁর সম্পর্ক নিয়ে বলিউডে খোশ গল্পের অন্ত নেই। বিপাশা বসু ও অনুষ্কা শর্মার পর এবার সেই তালিকায় নারগিস ফকরি।

Updated By: Feb 23, 2012, 10:02 PM IST

মুখরোচক খবরের কোনও অভাব নেই বি টাউনে। বলিউড সবসময়ই গুঞ্জন-মুখর। এই বুঝি কারও হাতে বাঁধা পড়ল নতুন কারও হাত, এই বুঝি ভাঙল কারও সুখের সংসার। শাহিদ কাপুর আর তাঁর সম্পর্ক নিয়ে বলিউডে খোশ গল্পের অন্ত নেই। বিপাশা বসু ও অনুষ্কা শর্মার পর এবার সেই তালিকায় নারগিস ফকরি।
২৫ ফেব্রুয়ারি নিজের জন্মদিনের পার্টি নিয়ে ব্যস্ত শাহিদ। আর তাঁর সঙ্গ দিচ্ছেন `রকস্টার` অভিনেত্রী নারগিস ফকরি। জানা গেছে, গোয়ায় মরজিম বিচে শাহিদের এক বন্ধুর বাংলোতে `চকো বয়`র জন্মদিন সেলিব্রেট করা হবে। যেখানে পার্টির বেশিরভাগ অতিথি বৃহস্পতিবার গোয়ায় রওনা হবেন সেখানে বুধবারই গোয়া পৌঁছে গেছেন শাহিদ। আর তাঁর সঙ্গে ছিলেন নারগিস। সূত্রের খবর, অতিথি তালিকায় নেই প্রিয়ঙ্কা চোপড়ার নাম। একসময় গোটা ইন্ড্রাস্ট্রিতে তাঁদের সম্পর্ক ছিল এক আলোচ্য বিষয়। অদ্ভুত এই `বলি স্টার`দের সম্পর্ক। এই আছে তো এই নেই।
তবে `বার্থডে পার্টি`র অতিথি তালিকায় রয়েছেন রানি মুখার্জি, রীতেশ-জেনেলিয়া, টাবু ও কুণাল কোহলির মত তারকারা। তাই বলাই বাহুল্য, জমকালো হতে চলেছে `চকো বয়`র `বার্থডে পার্টি`। আর সেই কারণেই অনুষ্ঠানের আয়োজনে দুদিন আগেই নারগিসকে নিয়ে গোয়া উড়ে গেছেন শাহিদ। তাহলে কি বলা যায় যে প্রিয়ঙ্কা `আউট` আর নারগিস `ইন`! বলিউডে এই নতুন খোশ গল্পের সত্যতা জানতে গেলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

.