রিল লাইফে জুটি বাঁধছেন 'রিয়েল লাইফ 'কাপল' অঙ্কুশ-ঐন্দ্রিলা

পরিচালক রাজা চন্দের পরবর্তী ছবিতে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 30, 2020, 09:35 PM IST
রিল লাইফে জুটি বাঁধছেন 'রিয়েল লাইফ 'কাপল' অঙ্কুশ-ঐন্দ্রিলা

নিজস্ব প্রতিবেদন : বাস্তবে অঙ্কুশ ও ঐন্দ্রিলার মিষ্টি প্রেমের কথা হয়ত অনেকেরই জানা। এবার বড় পর্দাতেও জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। পরিচালক রাজা চন্দের পরবর্তী ছবিতে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে। 

অঙ্কুশ ও ঐন্দ্রিলার এই ছবির নাম 'ম্যাজিক'। আগামী মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। রাজা চন্দের ছবিতে প্রথমবার বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে জুটি বাঁধার কথা নিজেই টুইটারে শেয়ার করেছেন অঙ্কুশ। লিখেছেন, ''প্রথমবার একসাথে কাজ, আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা চাই। আমাদের দুজনেরই জীবনের খুব স্পেশাল ছবি। আমরা শুধু চেষ্টা করতে পারি আসল Magic আপনাদের হাতে। পাশে থাকবেন । শুটিং শুরু হচ্ছে 6th August।''

আরও পড়ুন-মা হতে চলেছেন শুভশ্রী, শেয়ার করলেন 'সাধ ভক্ষণ' অনুষ্ঠানের ছবি

অঙ্কুশের সঙ্গে 'ফাগুন বউ' এর 'মহুল' এর জুটি বাঁধার খবরে খুশি তাঁদের অনুরাগীরা। অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। কেউ আবার লিখেছেন, ''এতদিনে তাঁদের স্বপ্ন পূরণ হতে চলেছে।''

আরও পড়ুন-ভর্তি নিচ্ছিল না হাসপাতাল, COVID-19এ আক্রান্ত রোগীর ভর্তির ব্যবস্থা করলেন দেব

রাজা চন্দের 'ম্যাজিক'এ অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও দেখা যাবে পায়েল সরকার, দেবশঙ্কর হালদার, বিদিপ্তা চক্রবর্তীকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ডাব্বু ও স্যাভি।

আরও পড়ুন-সুশান্তের ফরেন্সিক টেস্টের ভিডিয়ো ফাঁস? শোনা গেল চাঞ্চল্যকর কথোপকথন

.