একসঙ্গে নাচছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, ছড়িয়ে পড়ল টলিউডের তারকা জুটির ভিডিয়ো

নিজের ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করেন ঐন্দ্রিলা সেন 

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 10, 2020, 01:09 PM IST
একসঙ্গে নাচছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, ছড়িয়ে পড়ল টলিউডের তারকা জুটির ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : ​একসঙ্গে নাচছেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। টলিউডের তারকা জুটির সেই ভিডিয়ো সামনে আসতেই, তাঁদের ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। 

দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেন 'ফাগুন বউ' ঐন্দ্রিলা। সেখানেই অঙ্কুশের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায় তাঁকে। নাচের তালিমের মাঝে কখনও অঙ্কুশকে থামতে দেখা যায় আবার কখনও ঐন্দ্রিলাকে। তবে তাঁরা যে কোনও কিছুতেই দমে যেতে রাজি নন, তা স্পষ্ট করে দেন। কোয়ারেন্টিনে থাকার সময় যখন একের পর এক ভিডিয়ো নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করছেন অঙ্কুশ, ঐন্দ্রিলা, তখন তাঁদের নাচের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দর্শকদের তা নজর কাড়ে।

আরও পড়ুন : প্রায় ৩০ বছর পার, এখনও অব্যাহত সানি দেওল-ডিম্পল কপাডিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক!

এদিকে সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তথা অঙ্কুশের 'বিবাহ অভিযানের' সহ অভিনেত্রী নুসরত ফারিয়ার বাগদানের খবর প্রকাশ্যে আসে। নুসরত ফারিয়ার আংটি বদলের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছা জানান ঐন্দ্রিলা সেন।

.