বং কানেকশনের সিক্যুয়েল নিয়ে ফিরলেন অঞ্জন দত্ত
বং কানেকশনের সিক্যুয়েল নিয়ে ফিরলেন অঞ্জন দত্ত। তাঁর নতুন ছবি "বংস এগেন"। অভিনয়ে আছেন যীশু সেনগুপ্ত, পার্ণো মিত্র, গৌরব চক্রবর্তী, নেহা। বিশেষ চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত নিজেও। ছবির মুক্তি ১৩ জানুয়ারি।
Updated By: Dec 29, 2016, 07:32 PM IST
ওয়েব ডেস্ক : বং কানেকশনের সিক্যুয়েল নিয়ে ফিরলেন অঞ্জন দত্ত। তাঁর নতুন ছবি "বংস এগেন"। অভিনয়ে আছেন যীশু সেনগুপ্ত, পার্ণো মিত্র, গৌরব চক্রবর্তী, নেহা। বিশেষ চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত নিজেও। ছবির মুক্তি ১৩ জানুয়ারি।
মন জিতেছিল বং কানেকশন। সেটা নতুন করে বলার কোনও দরকার পড়ে না। বংস এগেন-ও কি দর্শক টানতে ততটাই সফল হবে? উত্তর দেবে সময়। আপাতত মুক্তি পেয়েছে ছবির ট্রেলর। ঝকঝকে লোকেশনে স্মার্ট ডায়লগ। চলুন দেখা যাক ট্রেলরটি-
আরও পড়ুন, নতুন বছরের প্রথম দিনে দেরাদুনেই কি এনগেজমেন্ট বিরুষ্কার?