৭১-এর আন্দোলন, 'ড্রাকুলা স্যার' অনির্বাণ, রহস্য জিইয়ে রেখেই প্রকাশ্যে ছবির ট্রেলার

 রবিবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'ড্রাকুলা স্যার'-এর ট্রেলার। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 4, 2020, 03:34 PM IST
৭১-এর আন্দোলন, 'ড্রাকুলা স্যার' অনির্বাণ, রহস্য জিইয়ে রেখেই প্রকাশ্যে ছবির ট্রেলার

নিজস্ব প্রতিবেদন : 'রক্তপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক'। এমনই ক্যাপশনে পোস্টার প্রকাশ করে দর্শকদের একপ্রকার চমকে দিয়েছিলেন 'ড্রাকুলা স্যার'-এর নির্মাতারা। সেই চমক অব্যাহত রেখে রবিবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'ড্রাকুলা স্যার'-এর ট্রেলার। যেখানে নিজ নিজ ভূমিকায় দর্শকদের চমকে দিলেন অনির্বাণ, মিমি ও রুদ্রনীল, বিদিপ্তা।

''আমি পাল্টে গেছি'', এমনই দাবি করলেন। ''কিন্তু কে পাল্টে গেল, অমল নাকি রক্তিম?'' রহস্য জিইয়ে রেখেই 'ড্রাকুলা স্যার'-এর ট্রেলারের শুরুটা হল। এরপর ট্রেলার যত এগিয়েছে ততই ধন্দে পড়েছেন দর্শকরা। ট্রেলারের পরবর্তী পর্যায়ে উঠে এসেছে ১৯৭১-এর প্রেক্ষাপট। কখনও গোপন কোনও আন্দোলনের অন্যতম সদস্য, কখনও আবার স্কুল শিক্ষকের ভূমিকায় ধরা দিলেন অনির্বাণ। তাঁর সামনে দুটো অতিরিক্ত দাঁত থাকায় ছাত্ররা তাঁকে 'ড্রাকুলা স্যার' বলেই ডাকে। ট্রেলার দেখে অবশ্য 'ড্রাকুলা স্যার' বিষয়টিও দ্ব্যর্থ অর্থেই তুলে ধরা হয়েছে বলে মনে হল। আবার অনির্বাণকে দেখা গেল বিদীপ্তা চক্রবর্তীর স্বামীর ভূমিকাতেও। মঞ্জরীর ভূমিকাতে নজর কাড়লেন মিমি চক্রবর্তী। একটি জায়গায় অনির্বাণদের আন্দোলনে তাঁর জায়গা হবে কিনা জিজ্ঞাসা করতে দেখা গেল মঞ্জরীকে। উত্তরে তাঁকে স্বপ্ন দেখতে মানা করেন অনির্বাণ। ট্রেলারে উঠে এল শেষের পরেও শুরু গল্প। ট্রেলারে কৌতুহল জাগাল রুদ্রনীল ঘোষের চরিত্রটিও। ছবিতে নকশাল আন্দোলনের বিষয় উঠে আসবে কি? 'ড্রাকুলা স্যার'-এর ট্রেলার দেখে এমন প্রশ্নও জাগছে। সবমিলিয়ে রহস্যের ভরা ট্রেলার, ছবি ঘিরে বেশ কৌতুহল জাগাচ্ছে দর্শকদের মনে। 

ছবির ট্রেলার টুইটারে শেয়ার করেছেন মিমি চক্রবর্তী। লিখেছেন, '' এক জোড়া দাঁতের ইতিহাস,আর সেই ইতিহাসে নিজেকে খুঁজে পাওয়ার গল্প...'' 

পুজোতেই মুক্তি পাচ্ছে অনির্বাণ, মিমি, বিদীপ্তা, রুদ্রনীল অভিনীত ছবি 'ড্রাকুলা স্যার'। যদিও Svf- প্রযোজিত এই ছবি গত ১ মে মুক্তি পাওয়া কথা ছিল। তবে লকডাউনেক কারণে ছবি মুক্তি পিছিয়ে যায়। অবশেষে বহু প্রতীক্ষিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে। প্রসঙ্গত, সাংসদ হওয়ার পর দেবালয় ভট্টাচার্যের এই ছবির হাত ধরেই ফের কাজে ফিরেছিলেন মিমি চক্রবর্তী। তবে এই ছবিতে অন্যরকম চরিত্র মিমিকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

.