অনীকের আশ্চর্য প্রদীপ
ভূতেদের ভবিষ্যত নিশ্চিত করে এবার জিনিদের নিয়ে পড়লেন অনীক দত্ত। তাঁর আগামী ছবি আশ্চর্য প্রদীপের শুটিং শুরু করছেন ডিসেম্বরেই। তবে ছবির গল্পো কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপ নিয়ে নয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোটগল্পো অবলম্বনে আশ্চর্য প্রদীপের চিত্রনাট্য লিখেছেন অনীক।
ভূতেদের ভবিষ্যত নিশ্চিত করে এবার জিনিদের নিয়ে পড়লেন অনীক দত্ত। তাঁর আগামী ছবি আশ্চর্য প্রদীপের শুটিং শুরু করছেন ডিসেম্বরেই। তবে ছবির গল্পো কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপ নিয়ে নয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোটগল্পো অবলম্বনে আশ্চর্য প্রদীপের চিত্রনাট্য লিখেছেন অনীক।
ভূতের ভবিষ্যতের মতোই এই ছবিতেও সমাজের সাম্প্রতিক কালের বিভিন্ন বিষয় তুলে ধরতে চান অনীক। শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে এই মাসের ১১ তারিখ থেকে। তবে ছবির মুক্তির দিন এখনও ঠিক হয়নি। "অনেক পরিচালক, প্রযোজকরাই পয়লা বৈশাখ বা দুর্গাপুজোয় ছবি রিলিজ করতে চান। কিন্তু আমার সেরকম বিশেষ কোনও পরিকল্পনা নেই"। জানালেন অনীক।
ভূতের ভবিষ্যত থেকে শ্বাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীলেখ মিত্র ও মুমতাজ সরকার থাকছেন এই ছবিতেও। রয়েছেন রজতাভ দত্তও। ছবির মূখ্য ভূমিকায় রয়েছেন শ্বাশ্বত। জিনির ভূমিকায় রজতাভ। "ভূতের ভবিষ্যতের মতোই এই ছবিতেও প্রচুর হাসির দৃশ্য রয়েছে। ছবির শেষে চিত্রনাট্যে অপ্রত্যাশিত মোড়ও রয়েছে"। মুচকি হেসে জানালেন অনীক।