এবার অস্কারে ভারতের বাজি মারাঠি সিনেমা 'কোর্ট'

'বাহুবলি' ছিল, 'বজরঙ্গি ভাইজান'-এর নামও উঠে আসছিল। অমিতাভের 'পিকু', রীচা চাড্ডার 'মাসান'ও দৌড়ে ছিল। কিন্তু সবাইকে ছাপিয়ে এবারের অস্কারে ভারতের বাজি মারাঠি সিনেমা কোর্ট। সবাইকে অবাক করে ৮৮ তম অস্কারের বিদেশি ভাষার ছবি বিভাগের জন্য ভারত থেকে পাঠানো হচ্ছে মারাঠি সিনেমা `কোর্ট`কে।

Updated By: Sep 23, 2015, 06:16 PM IST
এবার অস্কারে ভারতের বাজি মারাঠি সিনেমা 'কোর্ট'

ওয়েব ডেস্ক: 'বাহুবলি' ছিল, 'বজরঙ্গি ভাইজান'-এর নামও উঠে আসছিল। অমিতাভের 'পিকু', রীচা চাড্ডার 'মাসান'ও দৌড়ে ছিল। কিন্তু সবাইকে ছাপিয়ে এবারের অস্কারে ভারতের বাজি মারাঠি সিনেমা কোর্ট। সবাইকে অবাক করে ৮৮ তম অস্কারের বিদেশি ভাষার ছবি বিভাগের জন্য ভারত থেকে পাঠানো হচ্ছে মারাঠি সিনেমা `কোর্ট`কে। প্রসঙ্গত, পরিচালক Chaitanye Tamhane-এর এটিই হল প্রথম সিনেমা।

অমল পালেকরের সভাপতিত্ব ভারতীয় জুরি বোর্ড ঠিক করল অস্কারে দেশের সিনেমাকে প্রতিনিধিত্ব করবে 'কোর্ট'। কিন্তু 'কোর্ট' কি অস্কারের বিদেশী জুরিদের মন জয় করতে পারবে? অস্কারে ভারতীয় সিনেমা রেকর্ড কিন্তু সেরকম ভাল নয়।

ছবির ট্রেলর
 

.