কেবিসি ৮-এ দেখুন অমিতাভ, কপিলের যুগলবন্দি

ধারাবাহিক যুধ সেভাবে হিট করেনি। তবে এবার নিজের জায়গা কউন বনেগা ক্রোড়পতিতে ফিরছেন অমিতাভ বচ্চন।

তবে এবার একা নন। অমিতাভের সঙ্গে থাকবেন কপিল শর্মা। আগামী ১৭ অগাস্ট কেবিসি-র লঞ্চ পর্বে একই মঞ্চে দেখা যাবে অমিতাভ-কপিলকে। শনিবার সুরাট ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে ৭,০০০ দর্শকের সামনে নিজেদের কমেডির ঝলক দেখালেন।

গত ১৪ বছর ধরে কেবিসির মঞ্চে দর্শকদের মুগ্ধ করেছেন অমিতাভ। নিজের শো কমেডি নাইটস দিয়ে দর্শকদের মন জিতেছেন কপিলও। কাজেই এই দুজন যখন মঞ্চে একসঙ্গে ছিলেন টানা ৫ ঘণ্টা আসন ছেড়ে উঠতে পারেননি দর্শকরা।

 

English Title: 
Amitabh, Kapil jugalbandi at KBC 8
News Source: 
Home Title: 

কেবিসি ৮-এ দেখুন অমিতাভ, কপিলের যুগলবন্দি

কেবিসি ৮-এ দেখুন অমিতাভ, কপিলের যুগলবন্দি
Yes
Is Blog?: 
No