পরিস্কার রাখছেন না এলাকা? ইট পড়বে আপনার পিঠে! সাবধান করলেন অমিতাভ
সোশ্যাল মিডিয়ায় পর পর কয়েকটি ভিডিয়ো শেয়ার করে, দেশকে স্বচ্ছ রাখার আবেদন জানালেন বিগ বি।
নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষকে স্বচ্ছতার পাঠ কীভাবে দেওয়া যায়, এবার সেই উদ্যোগ শুরু করলেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় পর পর কয়েকটি ভিডিয়ো শেয়ার করে, দেশকে স্বচ্ছ রাখার আবেদন জানালেন বিগ বি।
'মেরে খোয়াবো মে যো আয়ে' বলে সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে শাহরুখ খান এবং কাজলের সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-র সঙ্গে বেশ কয়েকজনকে পর পর জুড়ে দেখানো হচ্ছে। ওই ভিডিয়োতে 'মেরে খোয়াবো মে যো আয়ে' গানের সঙ্গে দেওয়া হয়েছে স্বচ্ছতার পাঠ। সেই ভিডিয়োই এবার শেয়ার করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করলেন অমিতাভ বচ্চন।
দেখুন সেই ভিডিয়ো...
This should become a Nationwide rage #MereKhwabonMeinJoAaye #MKMJAChallenge pic.twitter.com/JVXYrlAHyx
— Rosy (@rose_k01) August 23, 2019
Must watch and watch it till the end https://t.co/sLjIr5sBZG
— Maithun (RAW Agent) (@Being_Humor) August 23, 2019
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কেউ যদি আশপাশের জায়গা নোংরা করেন, তাহলে ইট নিয়ে এসে কেউ তাঁকে ভয় দেখাচ্ছেন। আবার কেউ জল নষ্ট করলে তাঁকেও ভয় দেখানো হচ্ছে। পাশাপাশি যদি কেউ কারও উপর জোর দেখান, মারতে যান, তাহলে তাঁকেও ইট নিয়ে তাড়া করতে যাচ্ছেন অজানা ব্যাক্তি। যদিও গোটা ভিডিয়োটিই শ্যুট করা হয়েছে মজার ছলে।