সাড়ে ৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ডের শিরোপা অযোধ্যার, মুগ্ধ খোদ বিগ-বি

প্রতিবছরই  দীপাবলির দিন আলোর রোশনাই-এ সেজে ওঠে অযোধ্যা। তবে এ বছর জাঁকজমক অনেক বেশি। 

Updated By: Nov 14, 2020, 04:37 PM IST
সাড়ে ৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ডের শিরোপা অযোধ্যার, মুগ্ধ খোদ বিগ-বি

নিজস্ব প্রতিবেদন: অযোধ্যার মুকুটে নয়া পালক। বিশ্বরেকর্ডের শিরোপা পেয়েছে রাম জন্মভূমি। দীপাবলিতে ৬ লক্ষ ৬ হাজার ৫৬৯ প্রদীপের আলোয় সেজে উঠেছে যোগীর রাজ্য। সব থেকে বেশি সংখ্যক প্রদীপ জ্বালিয়ে 'দীপ উৎসব' পালন করার জন্য ইতিমধ্যে গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠেছে এই উৎসবের। আর যা দেখে কার্যত মুগ্ধ হয়েছে খোদ বিগ-বি। নিজের টুইটার হ্যান্ডেলে এই খবরের একটি স্ক্রিনশট শেয়ার করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অমিতাভ বচ্চন।

আরও পড়ুন:   ছেলে আদিদেবের জন্মদিনে ঘরোয়া অনুষ্ঠান, গান গাইলেন সুদীপা চট্টোপাধ্যায়

প্রতিবছরই  দীপাবলির দিন আলোর রোশনাই-এ সেজে ওঠে অযোধ্যা। তবে এ বছর জাঁকজমক অনেক বেশি। ৬ লক্ষ ৬ হাজার ৫৬৯ প্রদীপে সাজানো হয়েছে রাম জন্মভূমি। পাশাপাশি সরযূ নদী সংলগ্ন রাম মন্দির প্রাঙ্গণে জ্বালানো হয়েছিল ১১ হাজার মাটির প্রদীপ।

লোকমুখে কথিত আছে, ১৪ বছর বনবাস কাটিয়ে এই দিনেই রাম সীতাকে নিয়ে অযোধ্যা ফিরে আসেন। পুস্পক বিমানে অযোধ্যায় ফেরার দিনেওয়ে নাকি প্রজারা অসংখ্য প্রদীপ জ্বালিয়ে অযোধ্যা নগরীকে সাজিয়েছিলেন এই ভাবেই। আর সেই উপলক্ষ্যেই ফের সেজেছে অযোধ্যা।

.