28th KIFF: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, শহরে অমিতাভ বচ্চন

আর কয়েকঘণ্টার মধ্যেই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। গত ২ বছরের কোভিড ঝড় কাটিয়ে এবার সাড়ম্বরে আয়োজিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন বিগ বি অমিতাভ বচ্চন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে পৌঁছেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 15, 2022, 01:57 PM IST
28th KIFF: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, শহরে অমিতাভ বচ্চন

28th KIFF, Amitabh Bachchan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েকঘণ্টার মধ্যেই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। গত ২ বছরের কোভিড ঝড় কাটিয়ে এবার সাড়ম্বরে আয়োজিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন বিগ বি অমিতাভ বচ্চন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে পৌঁছেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। 

এদিকে গত ১১ অক্টোবর নিজের ৮০তম বর্ষে পা রেখেছেন শাহেনশা। অমিতাভ বচ্চনের ৮০ বছর পূর্তি উপলক্ষে এবার তাঁকে বিশেষ সম্মান জানাবে রাজ্য সরকার। এবছর অমিতাভ বচ্চনের ছবি 'অভিমান' দিয়েই ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হবে। এছাড়াও অমিতাভের বিভিন্ন ছবি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। অমিতাভ বচ্চন রেট্রোস্পেকটিভে প্রদর্শিত হবে মেগাস্টারের ৯টি ছবি। 

এদিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতিমধ্যেই শহরে পৌঁছেছেন রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট। আজ বৃহস্পতিবার, বিকেল ৩টেয় শহরে পৌঁছবেন এরাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা কুমার শানু, অরিজিৎ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

 ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে হাজির থাকবেন রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস। এবার চলচ্চিত্র উৎসবে ৫৭ টি দেশের ১০৭৮টি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৪২টি দেশের ১৮৩টি সিনেমা। ১৪টি বিভাগে ১০টি ভেন্যুতে থাকছে ২৩১টি ছবি। তারমধ্যে প্রতিযোগিতামূলক বিভাগে থাকছে ৬৬টি ছবি। ন্যাশনাল কম্পিটিশনে ১৪, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ১৪, এশিয়ান সিলেক্ট ৮, শর্ট ফিল্মস ২০, ডকুমেন্টারি ১০টি ছবি প্রদর্শিত হবে। এবছর স্পেশাল ট্রিবিউট জানানো হবে প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিব কুমার শর্মা ও অ্যাঞ্জেলা লান্সবারিকে। শতবর্ষে শ্রদ্ধার্ঘ জানানো হবে দিলীপ কুমার, অসিত সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, আলি আকবর খাঁ, কে আসিফকে। যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে এবার চলচ্চিত্র উৎসবে যুক্ত হয়েছে নতুন বিভাগ, গেম অন, যে বিভাগে প্রদর্শিত হবে খেলা সংক্রান্ত ছবি। সেই তালিকায় রয়েছে কোণি, ম্যারি কম, চকদে ইন্ডিয়া ও ভাগ মিলখা ভাগ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.