মাছির মাধ্যমে ছড়াতে পারে করোনা ভাইরাস! অমিতাভের ট্যুইটের দাবিকে নস্যাত করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

মাছির মাধ্যমে ছড়াতে পারে করোনা ভাইরাস। এবার সচেতনা বাড়াতে এমনই ট্যুইট করেন অমিতাভ বচ্চন। যেখানে তিনি চিনের একটি মেডিকেল ম্যাগাজিনের গবেষণাপত্রের উল্লেখ করেন। 

Edited By: জয়িতা বসু | Updated By: Mar 27, 2020, 03:35 PM IST
মাছির মাধ্যমে ছড়াতে পারে করোনা ভাইরাস! অমিতাভের ট্যুইটের দাবিকে নস্যাত করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

নিজস্ব প্রতিবেদন : মাছির মাধ্যমে ছড়াতে পারে করোনা ভাইরাস। এবার সচেতনা বাড়াতে এমনই ট্যুইট করেন অমিতাভ বচ্চন। যেখানে তিনি চিনের একটি মেডিকেল ম্যাগাজিনের গবেষণাপত্রের উল্লেখ করেন। 
যে গবেষণার রিপোর্ট জানানো হয়, মাছির মাধ্য়মে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। কোনও করোনা আক্রান্তের মল বা মূত্রর উপর মাছি গিয়ে  বসলে, তা ওই মাছির মাধ্যমে অন্য কারও শরীরে সংক্রমিত হতে পারে। চিনের ওই মেডিকেল ম্যাগাজিনের গবেষণাপত্রের কথাই রিট্যুইট করেন বিগ বি।

আরও পড়ুন  : রাস্তার কুকুরদের খাওয়াতে গিয়ে চরম অপমান! ঝরঝর করে কেঁদে ফেললেন শ্রীলেখা মিত্র
তিনি বলেন, বর্তমানে করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা বিশ্ব। করোনা আক্রান্ত ব্যক্তির মল থেকে অন্য কারও শরীরে ওই জীবাণু সংক্রমিত হতে পারে।
যদিও অমিতাভের ট্যুইটের পরই বিষয়টি নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক লব অগরওয়াল বলেন,তিনি ওই ট্যুইট দেখেননি। তবে করোনা একটি সংক্রামক ব্যাধি। যা মাছি থেকে ছড়ায় না।

.