বাড়ির পরিচারিকার শেষযাত্রায় কাঁধ দিলেন অমিতাভ-অভিষেক

 সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের এক ভক্ত শেয়ার করেছেন এই ছবি।  

Updated By: Jun 25, 2019, 04:23 PM IST
বাড়ির পরিচারিকার শেষযাত্রায় কাঁধ দিলেন অমিতাভ-অভিষেক

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ৪০ বছর ধরে 'বচ্চন' পরিবারে পরিচারিকা হিসাবে কাজ করছিলেন তিনি। বলা যেতে পারে দীর্ঘদিন কাজ করার ফলে একপ্রকার পরিবারেরই যেন সদস্য হয়ে উঠেছিলেন। সোমবার মৃত্যু হয় বচ্চন 'পরিবারের' দীর্ঘদিনের পুরনো সেই পরিচারিকার। বাড়ির পরিচারিকার মৃত্যুতে তাঁর শেষযাত্রায় কাঁধ দিতে দেখা গেল অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে। সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের এক ভক্ত শেয়ার করেছেন এই ছবি।  

আরও পড়ুন-'জঙ্গি অপবাদ', রোশন পরিবারের বিরুদ্ধে মুখ খুললেন সুনয়নার প্রেমিক

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের এই পদক্ষেপের প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে এই প্রথম নয়, এর আগেও নিজের ম্যানেজারের শেষযাত্রার সময়ও কাঁধ দিতে দেখা গিয়েছিল বিগ বি-কে। নানান কাজকর্মে তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি শুধু অভিনেতা হিসাবেই নন, মানুষ হিসাবেও বড় মনের।  

প্রসঙ্গত, কিছুদিন আগে বিহারের ২১০০ জন কৃষকের নেওয়া কৃষি ঋণ শোধ করেছিলেন বিগ বি। পাশে দাঁড়িয়েছেন পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারের। অমিতাভ বচ্চনের নেওয়া এই প্রতি পদক্ষেপেরই প্রশংসা করছেন অনেকেই। 

আরও পড়ুন-'ডার্লিং ওয়াইফ'-এর পর এবার বর্ষালির নতুন ছবি 'ব্ল্যাক ডে'

.