অমিতাভ থেকে অক্ষয়,সরোজ খানের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সরোজ খান
নিজস্ব প্রতিবেদন : শুরুটা হয়েছিল ইরফান খান-কে দিয়ে। এরপর ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুত আর এবার সরোজ খান। একের পর এক তারাদের পতনে বলিউড যেন তার গ্ল্যামার হারাতে শুরু করেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে এবার চলে গেলেন মাধুরী দিক্ষীত, ঐশ্বর্য রাইদের মাস্টারজী।
আরও পড়ুন : 'মোটা বুড়ি' বলে ক্রমাগত অপমানের জেরে অবসাদ, মুম্বই পুলিসের সাহায্য চাইলেন রানি
সরোজ খানের মৃত্য়ুর খবর পেয়ে ফের শোকের ছায়া নেমে আসে গোটা বলিউড জুড়ে। অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমার, কোয়েনা মিত্র, রিতেশ দেশমুখ, একের পর এক সেলেব শোক প্রকাশ করতে শুরু করেন সরোজ খানের মৃত্যুত।
দেখুন সরোজ খানের মৃত্যুতে কোন সেলিব্রিটি কী লিখলেন...
Rest In Peace Saroj Ji.
You'll be missed. #SarojKhan
Om Shanti. pic.twitter.com/wkV99IvXHn— Koena Mitra (@koenamitra) July 3, 2020
Rest in peace Sarojji.. u were an inspiration to many, myself included. Thank you for the songs #SarojKhan
— Farah Khan (@TheFarahKhan) July 3, 2020
Rest in Peace Saroj Khan ji. This loss is immeasurable for the industry & film lovers.Having choreographed more than 2000 songs she single handedly changed the landscape of how songs were shot. I had the pleasure of being Choerographed by her in Aladin. One tick off my bucketlist
— Riteish Deshmukh (@Riteishd) July 3, 2020
Woke up to the sad news that legendary choreographer #SarojKhan ji is no more. She made dance look easy almost like anybody can dance, a huge loss for the industry. May her soul rest in peace
— Akshay Kumar (@akshaykumar) July 3, 2020
T 3582 - Prayers ..
हाथ जुड़े हैं , मन अशांत— Amitabh Bachchan (@SrBachchan) July 3, 2020
বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সরোজ খান। মুম্বইয়ের গুরুনানক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই চিকিতসা চলছল তাঁর। তবে সরোজ খান করোনা আক্রান্ত হননি বলে আগেই জানিয়েছিলেন তাঁর ছেলে। এমনকী, ধীরে ধীরে সরোজ খান সুস্থ হচ্ছিলেন বলেও খবর পাওয়া যায়। তবে শেষরক্ষা হল না। চলে গেলেন বলিউডের মাস্টারজী।