করোনা আতঙ্কের মাঝেই বন্ধু রণজয়ের ঠোঁটে চুম্বন সোহিনীর, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : ​করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে আপাতত ঘর বন্দি সাধারণ মানুষ। আপামর জনসাধারণের পাশাপাশি বলিউড, টলিউডের সেলেবরাও সময় কাটাচ্ছেন একেবারে নিজেদের বাড়ির মধ্যে। করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে যখন একে অপরের কাছ থেকে দূরে সরে রয়েছেন, সেই সময় বন্ধু রণজয়ের জন্মদিন জমিয়ে পালন করলেন অভিনেত্রী সোহিনী সরকার।

নিজের ফেসবুক হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন মডেল অভিনেতা রণজয়। সেখানেই রুদ্রনীল ঘোষকে দেখা যায় রণজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। পাশাপাশি রুদ্র বলতে শুরু করেন, করোনার আতঙ্ক শেষ হলে একদিন অবশ্যই সবাই একসঙ্গে রণজয়ের জন্মদিনের খাওয়াদাওয়া করবেন।

রুদ্রর ওই ভিডিয়োর পর দেখা যায়, রণজয়ের জন্মদিনের কেক কাটার সময় তাঁর ছবি তুলছেন সোহিনী সরকার। শুধু তাই নয়, জন্মদিন উপলক্ষে রণজয়ের ঠোঁটে চুম্বন করতেও দেখা যায় টলিউডের এই প্রথম সারির অভিনেত্রীকে।

দেখুন...

 

রণজয়ের জন্মদিনে সোহিনীর আদরভরা এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ছড়িয়ে পড়ে।

English Title: 
Amid Corona Outbreak, Sohini Sarkar Kisses her boyfriend Rano Joy in his Birthday
News Source: 
Home Title: 

করোনা আতঙ্কের মাঝেই বন্ধু রণজয়ের ঠোঁটে চুম্বন সোহিনীর, ভাইরাল ভিডিয়ো

করোনা আতঙ্কের মাঝেই বন্ধু রণজয়ের ঠোঁটে চুম্বন সোহিনীর, ভাইরাল ভিডিয়ো
Yes
Is Blog?: 
No