সোনমকে 'নেপোটিজমের প্রোডাক্ট' বলে আক্রমণ আমেরিকান ব্লগারের

এবার এক আমেরিকান ব্লগারও সোনমকে 'নেপোটিজমের প্রোডাক্ট' বলে আক্রমণ করলেন।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 17, 2020, 01:59 PM IST
সোনমকে 'নেপোটিজমের প্রোডাক্ট' বলে আক্রমণ আমেরিকান ব্লগারের

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে স্বজনপোষণ বিতর্কে সরগরম হয়েছে বি-টাউন। অনেক তারকা সন্তানকেই শুনতে হয়েছে যে তাঁরা স্বজনপোষণ-এর কারণে বা বংশানুক্রমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি সোনম কাপুর। এবার এক আমেরিকান ব্লগারও সোনমকে 'নেপোটিজমের প্রোডাক্ট' বলে আক্রমণ করলেন।

এধরনের আক্রমণে তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন সোনম। তাঁকে ঠিক কী মেসেজ পাঠানো হয়েছে তারও স্ক্রিনশট শেয়ার করেছেন অনিল কন্যা। স্ক্রিনশট শেয়ারের সঙ্গে সোনম ওই ব্লগারের উদ্দেশ্যে লিখেছেন, ''আমি জানি, এই পোস্টের মাধ্যমে আপনি নিজের অনুরাগীর সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন, পাশাপাশি আমার দৃষ্টি আকর্ষণ করতেও সফল হলেন।'

আমেরিকান ব্লগারের মেসেজের যে স্ক্রিনশট সোনম শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, তিনি সোনমকে কটাক্ষ করে লিখেছেন, ''আমনি পুরুষতন্ত্র ও নারীবাদ সম্পর্কে ভুল কথা বলেন, যা সমাজকে খারাপভাবে প্রভাবিত করে। আপনার বাবার পরিচয় ছাড়া আপনার আর কিছুই নেই। আমার এখন এটা ভেবে ভালো লাগছে ভারতীয়রা বুঝেছেন এবং আপনার মতো তথাকথিত অভিনেত্রীকে এড়িয়ে চলছেন।... ''

এই মেসেজ শেয়ার করে সোনম লিখেছেন, এধরনের আক্রমণ তাঁকে আহত করেছে। পাশাপাশি আরও একটি পোস্টে সোনম লিখেছেন, ''আমি শেষবারের মতো এমন ঘৃণাপূর্ণ মেসেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাতে যিনি এমন লিখেছেন, তিনি তাঁর একাকীত্বের জীবনে একটু আনন্দের রসদ খুঁজে পান। তবে আমি এবার চললাম, আমার সুন্দর জীবন আশীর্বাদ স্বরূপ পাওয়া আমার সুন্দর জীবন উপভোগ করতে।''

আবার, সোনম কিছু এমন মেসেজও শেয়ার করেছেন যেখানে অনেকেই তাঁকে এধরনের খারাপ মেসেজ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, বর্তমানে সোনম কাপুর তাঁর স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে রয়েছেন। সম্প্রতি সংসদে জয়া বচ্চনের দেওয়া ভাষণকে সমর্থন করেও সমালোচনার মুখোমুখি হয়েছেন সোনম কাপুর। 

.