Bollywood on Vinesh Phogat: 'তুমি শক্তিরূপেণ, তোমার কোনও মেডেলের দরকার নেই', ভিনেশের পাশে বলিউড...

Vinesh Phogat Disqualified: কুস্তিগীরদের প্রতিযোগিতার প্রত্যেক দিন নির্দিষ্ট ওজন সীমার মধ্যে থাকতে হয়। সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে ফাইনালে পৌঁছানোর পরে মঙ্গলবার রাতে দেখা যায়, ভারতীয় কুস্তিগীর ভিনেশের প্রায় ২ কেজি ওজন বেশি। সেই কারণেই বক্সিং ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগট। এই শোকে অসুস্থ হয়ে পড়েছেন কুস্তিগীর। এবার তাঁর পাশে দাঁড়াল বলিউড। 

Updated By: Aug 7, 2024, 07:37 PM IST
Bollywood on Vinesh Phogat: 'তুমি শক্তিরূপেণ, তোমার কোনও মেডেলের দরকার নেই', ভিনেশের পাশে বলিউড...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মন ভাঙল ভারতের ক্রীড়াপ্রেমীদের। অতিরিক্তি ওজনের কারণে বক্সিং (Boxing) ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগট (Vinesh Phogat)। ভারতীয় বক্সার ভিনেশ ফোগটকে 'অযোগ্য' ঘোষণা অলিম্পিক (Paris Olympics 2024) কর্তৃপক্ষের। কুস্তিতে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভারতীয় কুস্তিগীর (Boxer)। কিন্তু এদিন সকালে তাঁর ১০০ গ্রাম ওজন বেশি পাওয়া যায় বলে জানা গিয়েছে। স্বপ্নভঙ্গ হল ১৪০ কোটি দেশবাসীর। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ফোগট রৌপ্য পদকেও যোগ্য হবেন না আর ৫০ কেজি বিভাগে শুধু সোনা এবং ব্রোঞ্জ পদক বিজয়ীরা থাকবেন।

আরও পড়ুন- Fact Check | Rabindranath Statue Demolision: বাংলাদেশে ভেঙে ফেলা হচ্ছে রবীন্দ্রনাথের মূর্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে বিভ্রান্তি...

এই খবর ছড়িয়ে পড়তেই ভিনেশের পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরও অনেক রাজনৈতিক নেতা। এছাড়াও ভিনেশের সমর্থনে এগিয়ে এসেছে বলিউডের একাধিক তারকা। আলিয়া লেখেন, 'ভিনেশ তুমি পুরো দেশের গর্ব। ইতিহাস গড়তে তুমি যে সাহস দেখিয়েছ, যে হার্ড ওয়ার্ক করেছ তা কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আজ তোমার সঙ্গে আমাদেরও মন ভেঙেছে। কিন্তু তুমি সোনার মেয়ে। কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আজীবনের চ্যাম্পিয়ন। কেউ নেই তোমার মতো।'

ফারহান আখতার বলেন, 'ডিয়ার ভিনেশ ফোগট, একজন শুধু চেষ্টাই করতে পারে। অনুমান করতে পারি যে তুমি কতটা ভেঙে পড়েছ? কিন্তু এখনও পুরোটা বোঝা সম্ভব নয়। এভাবে যে যাত্রা শেষ হবে, তা ভাবনার অতীত। কিন্তু আমি বলতে চাই যে তুমি ভারতীয় ক্রীড়ার জন্য যা করেছ, আমরা তোমার জন্য গর্বিত। তুমি বরাবরের চ্যাম্পিয়ন ও কয়েককোটির অনুপ্রেরণা।'

আরও পড়ুন- Hero Alom on Bangladesh Unrest: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, মন্ত্রিত্ব চাইছেন হিরো আলম...

করিনা কাপুর খান লেখেন, 'ভিনেশ ফোগট, লিভিং লেজেন্ড'। সামান্থা বলেন, 'মনে রেখো তুমি একা নও। তোমাকে ওপরওয়ালা দেখছেন। সবসময় তোমার পাশে আছি।' অর্জুন রামপাল লেখেন, 'এটা সত্যি হতে পারে না। ' হুমা কুরেশি বলেন, 'কেউ প্লিজ বলুন যে কিছু করা সম্ভব। ওকে লড়াই করতে দেওয়া হোক'।

ভিকি কৌশল লেখেন, 'মেডেলের উর্দ্ধে একজন চ্যাম্পিয়ন'। জোয়া আখতার বলেন, 'চ্যাম্পিয়ন ভিনেশ, তুমিই সোনা। যা তুমি অর্জন করেছ, তা মেডেলের উর্দ্ধে। গর্বিত, অনুপ্রেরণা।' তাপসী পান্নু লেখেন, 'এটা সত্যিই হৃদয়বিদারক। কিন্তু ভিনেশ সত্যিই তুমি এখন মেডেলকে ছাপিয়ে গিয়েছ'। ভিনেশের প্রশংসায় সোনাক্ষী সিনহা লেখেন, 'অবিশ্বাস্য! আমি অনুমানও করতে পারছি না যে এই সময়ে তুমি কী অনুভব করছ! আর জানি না কী বলা উচিত, তবে এটুকুই বলতে পারি যে তুমি চ্যাম্পিয়ন ছিলে, আছ, থাকবে।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.