পাতিয়ালার হোটেলে বন্দি আলিয়া ভাট, কী ঘটেছে জানেন?

Updated By: Aug 28, 2017, 06:41 PM IST
পাতিয়ালার হোটেলে বন্দি আলিয়া ভাট, কী ঘটেছে জানেন?

ওয়েব ডেস্ক : রাম রহিম ইস্যুতে ক্রমাগত উত্তপ্ত হচ্ছে পঞ্জাব হরিয়ানা। সোমবার ১০ বছরের সাজা ঘোষণা হওয়ার পর সেই অশান্তি আরও বাড়তে শুরু করেছে। এবার তারই কোপ গিয়ে পড়ল আলিয়া ভাটের আপকামিং ফিল্ম '‍রাজি'‍র উপর। পাতিয়ালায় ফিল্মের শ্যুটিং বন্ধ করতে বাধ্য করেন  রাম রহিমের ভক্তরা।

মিড ডে সূত্রে খবর, পাতিয়ালায় মেঘনা গুলজারের ফিল্ম '‍রাজি'‍র শ্যুটিং হওয়ার কথা ছিল আগামী ১০ সেপ্টেম্বর প‌র্যন্ত। তারপর সেখান থেকে পুরো ইউনিটের ‌যাওয়ার কথা ছিল চণ্ডীগড়ে।  তবে আপাতত পাতিয়ালার হোটেলেই বন্দি অবস্থায় কাটাতে হচ্ছে আলিয়া ভাট, মেঘনা গুলজার সহ পুরো শ্যুটিং ইউনিটকে। আপাতত কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা সপ্তাহই হোটেলের ঘরে বন্দি রাখতে হচ্ছে ফিল্ম ইউনিটকে। 

প্রসঙ্গত, পাতিয়ালার বিভিন্ন এলাকায় '‍রাজি'র শ্যুটিং হওয়ার কথা রয়েছে। তবে আপাতত হরিয়ানার পঞ্চকুলা, সহ হরিয়ানা ও পঞ্জাবের বিভিন্ন  এলাকায় কারফিউ জারি রয়েছে। ডেরা সচ্চা সওদা প্রধান রাম রহিমের অনুগামীদের তাণ্ডবে অগ্নিগর্ভ পঞ্জাব ও হরিয়ানা। মৃত্যু হয়েছে বহু মানুষের।

আরও পড়ুুন- বিমান নিয়ে এবার আকাশে '‍উড়ছেন'‍ দেব!

 

.