রণবীর-আলিয়ার সম্পর্কে প্রচ্ছন্ন সমর্থন রয়েছে নীতু কাপুরের?

সম্প্রতি, আনন্দ আহুজা-সোনম কাপুরের রিসেপশন পার্টিতেও আলিয়া রণবীরকে একসঙ্গেই দেখা গিয়েছিল। তবে শুধু রণবীরই নয়, সোশ্যাল সাইটে আলিয়ার ছবিতে নীতু কাপুরের কমেন্ট দেখে মনে হচ্ছে আলিয়া শুধু তাঁর ছেলে রণবীরেরই নয় তাঁরও পছন্দের।

Updated By: May 15, 2018, 09:34 PM IST
রণবীর-আলিয়ার সম্পর্কে প্রচ্ছন্ন সমর্থন রয়েছে নীতু কাপুরের?

নিজস্ব প্রতিবেদন : রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক এখন বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে। এমনকি সম্প্রতি, আনন্দ আহুজা-সোনম কাপুরের রিসেপশন পার্টিতেও আলিয়া রণবীরকে একসঙ্গেই দেখা গিয়েছিল। তবে শুধু রণবীরই নয়, সোশ্যাল সাইটে আলিয়ার ছবিতে নীতু কাপুরের কমেন্ট দেখে মনে হচ্ছে আলিয়া শুধু তাঁর ছেলে রণবীরেরই নয় তাঁরও পছন্দের।

১৩ মে মাদারস ডে তে আলিয়া তাঁর মা সোনি রাজদানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, '' Hello beautiful mommy. It’s your day. Today & everyday''

 

 

আলিয়ার এই পোস্টেই কমেন্ট করেছেন রণবীরের মা নীতু কাপুর। লিখেছেন,  “Aww” পাশে আবার লাভ সাইনও দিয়েছেন নীতু কাপুর। উত্তরে আলিয়াও নীতু কাপুরের উদ্দেশ্যে চুম্বন ছুঁড়ে দিয়েছে।

সম্প্রতি বুলগেরিয়াতে রণবীর-আলিয়ার আগামী ছবি 'ব্রহ্মস্ত্র'-এর শ্যুটিংয় চলাকালীন আলিয়ার জন্মদিন সেলিব্রেট করা হয়। সেই জন্মদিন পার্টিতে রণবীর কাপুর তো ছিলেনই, পাশাপাশি বুলগেরিয়া উড়ে যান রণবীরের মা নীতুও। এথেকে কি ধরে নেওয়া যেতে পারে রণবীরের আলিয়ার প্রেমে প্রচ্ছন্ন সমর্থন রয়েছে নীতু কাপুরেরও? আপানারা কী বলেন?

আরও পড়ুন-রাজের বাড়ির রান্না ঘরে শুভশ্রী, দেখুন সেই ছবি

.