জুলাইয়ে খুলবে প্রেক্ষাগৃহ! কবে মুক্তি পাবে অক্ষয়, রণবীর, জনের এই ছবি?

 'সূর্যবংশী',  'অ্যাটাক',  '83' সহ মুক্তির অপেক্ষায় বহু প্রতিক্ষিত ছবি

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: Jun 17, 2021, 01:57 PM IST
জুলাইয়ে খুলবে প্রেক্ষাগৃহ! কবে মুক্তি পাবে অক্ষয়, রণবীর, জনের এই ছবি?

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউ রুখতে গোটা দেশ জুড়ে দফায় দফায় লকডাউন, বিধি নিষেধ চলছে। তালাবন্দি শহর। এরই মাঝে আশার আলো দেখছেন সকলে। করোনা কাটিয়ে নতুন ভোরের অপেক্ষায় প্রতিটি মানুষ। একঘেয়ে জীবনে একটু আনন্দ, বিনোদন খোঁজার চেষ্টা সকলের। সিনেমার চেয়ে বড় বিনোদন আর কী হতে পারে?

আরও পড়ুন: অমিতাভ, শাহরুখ, সলমন থেকে হৃতিক, লকডাউনের পর কে হলেন সবচেয়ে বেশি সম্পত্তির মালিক?

করোনার সংক্রমণ কমছে, শিথিল হচ্ছে বিধিনিষেধও। ধীরে ধীরে প্রেক্ষাগৃহও খুলবে, এমন আশায় বাঁচছেন অভিনেতা অক্ষয় কুমার। তাঁর পরবর্তী ছবি 'বেল বটম' ছবি মুক্তির ঘোষণা করলেন নির্মাতারা। আগামি ২৭ জুলাই এই ছবি মুক্তির প্ল্যানিং রয়েছে। এর পর পরই মুক্তি পাবে রোহিত শেট্টি পরিচালিত 'সূর্যবংশী', জন আব্রাহামের (John Abraham) 'অ্যাটাক', রণবীর সিংয়ের (Ranveer Singh) '83'। 

প্রতিটি ছবির জন্য়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা। সূত্রের খবর খুব তাড়াতাড়ি প্রেক্ষাগৃহও খুলে যাবে। ইতিমধ্যেই পঞ্জাব প্রশাসন ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে। মনে করা হচ্ছে পয়লা জুলাই থেকে সব প্রেক্ষাগৃহের দরজা খুলবে। জন আব্রাহামের 'সত্যমেব জয়তে'র মুক্তি পিছিয়ে গিয়েছে। এর বদলে 'অ্যাটাক' মুক্তি পাবে ১৩ অগাস্ট, ঠিক স্বাধীনতা দিবসের আগে। এরপরই অক্টোবরে মুক্তি পাবে 'সূর্যবংশী', নভেম্বরে মুক্তির অপেক্ষায় '83', যদিও ছবি মুক্তির দিন অফিশিয়ালি ঘোষণা করা হয় নি। এরপরই 'সামসেরা', 'বান্টি অওর বাবলি', 'জয়েশ ভাই জোরদার' মুক্তি পেতে চলেছে সেপ্টেম্বরে।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.