''যতই ব্যস্ত থাকুন বৃদ্ধ বাবা-মাকে কিছুটা সময় দিন'' পরামর্শ অক্ষয়ের

 সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই বার্তা দিলেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার।

Updated By: Aug 28, 2019, 04:40 PM IST
''যতই ব্যস্ত থাকুন বৃদ্ধ বাবা-মাকে কিছুটা সময় দিন'' পরামর্শ অক্ষয়ের

নিজস্ব প্রতিবেদন: বাবা-মায়ের ভালোবাসার সঙ্গে অন্যকিছু তুলনা হয় না। তাই সকলের উচিত কোনও শর্ত ছাড়াই বাবা-মাকে ভালোবাসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই বার্তা দিলেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে মা অরুনা ভাটিয়াকে হুইলচেয়ারে বসিয়ে তাঁকে নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরতে বের হয়েছেন তিনি। সেই ভিডিয়োর ক্যাপশানেই অক্ষয় লিখেছেন, '' শ্যুটিংয়ের ফাঁকে মায়ের সঙ্গে কিছু সময় কাটাবো বলে ঠিক করলাম। পরিবর্তনশীল জীবনে ব্যস্ত থাকুন না কেন বাবা-মাকে সময় দিতে ভুলবেন না, ভুলে যাবেন না যে ওনাদেরও বয়স বাড়ছে। ''

আরও পড়ুন-সারা কিংবা ইব্রাহিম নন, অমৃতার প্রিয় 'সন্তান' নাকি অন্যকেউ! ইনি কে?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

এর আগে মা অরুণা ভাটিয়ার যোগ ব্যায়াম করার ভিডিয়ো শেয়ার করে অক্ষয় জানিয়েছিলেন ''৭৫ বছর বয়সে হাঁটুর অস্ত্রপচারের পরও মা নিয়মিত যোগা করেন এবং ধীরে ধীরে সেরেও উঠছেন।''

আরও পড়ুন-পাকিস্তানের গান থেকে সুর 'চুরি' করেছে বলিউড, অভিযোগ পাক অভিনেত্রী মেহবিশ হায়াতের

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Akshay Kumar (@akshaykumar) on

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি 'মিশন মঙ্গল'। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সুপারহিট এই ছবি। ইতিমধ্যেই ১৫০ কোটির মাইলফলক পেরিয়ে গিয়েছে অক্ষয়ের এই ছবি। সম্প্রতি ফোর্বসের বিশ্বের সর্বাধিক ধনী তারকাদের তালিকায় চতুর্থ স্থানও দখল করে নিয়েছেন আক্কি।   

আরও পড়ুন-কাশ্মীরের শেষ হিন্দু সম্রাজ্ঞী কোটারানি এবার সিনেমার পর্দায়

.