কান ফিল্ম ফেস্টিভ্যালে 'জযবা'র ফার্স্ট লুক লঞ্চ করলেন ঐশ্বর্য্য

রেড কার্পেটে এ দিন কিছুটা দেরি করেই পৌঁছলেন অ্যাশ। যাকে বলে ফ্যাশনেবলি লেট। অস্কার দে লা রেনতার ওয়াইন স্ট্র্যাপলেস গাউন, ম্যাচিং লিপস্টিক ও গয়নার আভিজাত্যে দিয়ে দিলেন তার কামব্যাকের আভাস।

Updated By: May 20, 2015, 02:07 PM IST
কান ফিল্ম ফেস্টিভ্যালে 'জযবা'র ফার্স্ট লুক লঞ্চ করলেন ঐশ্বর্য্য

ওয়েব ডেস্ক: রেড কার্পেটে এ দিন কিছুটা দেরি করেই পৌঁছলেন অ্যাশ। যাকে বলে ফ্যাশনেবলি লেট। অস্কার দে লা রেনতার ওয়াইন স্ট্র্যাপলেস গাউন, ম্যাচিং লিপস্টিক ও গয়নার আভিজাত্যে দিয়ে দিলেন তার কামব্যাকের আভাস।

১৯ মে ফ্রেঞ্চ রিভিয়েরায় তার আগামী ছবি জযবার ফার্স্ট লুক উদ্বোধন করলেন ঐশ্বর্য্য। সঞ্জয় গুপ্তার ছবি দিয়ে বলিউডে কামব্যাক করছেন তিনি। ছবিতে রয়েছেন ইরফান খান, শাবানা আজমি, অনুপম খের, জ্যাকি শ্রফ। আগামী ৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবি। এদিন জযবা টিমের সঙ্গে ফার্স্ট লুক উদ্বোধন করেন ঐশ্বর্য্য।

২০১১ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালেই মধুর ভান্ডারকরের ছবি হিরোইনের ফার্স্ট লুক লঞ্চ করেছিলেন অ্যাশ। তার পরের গল্পো সকলেরই জানা। ঐশ্বর্য্য মা হওয়ায় সেই ছবিতে দেখা গিয়েছিল করিনাকে। ৪ বছর পর আবার সেই কান ফিল্ম ফেস্টিভ্যালেই ছবির ফার্স্ট লুক লঞ্চ করে বলিউডে ফিরছেন ঐশ্বর্য্য।

 

.