মোহময়ী রাখতে নিজের চেহারায় আমূল পরিবর্তন এনেছেন ঐশ্বর্য! দেখুন

 এবিষয়ে বরাবরই সকলে রাই সুন্দরির প্রতিক্রিয়া শুনতে চেয়েছেন। 

Updated By: Aug 13, 2018, 01:58 PM IST
মোহময়ী রাখতে নিজের চেহারায় আমূল পরিবর্তন এনেছেন ঐশ্বর্য! দেখুন

নিজস্ব প্রতিবেদন: করণ জোহরের শো তে এসে ঐশ্বর্যকে 'প্লাস্টিক' বলেই ডাকছিলেন ইমরান হাসমি। মনে আছে সেকথা? এছাড়াও বি-টাউনে কান পাতলেই শোনা যায় নানান কথা, অনেকেই বলে থাকেন ঐশ্বর্য সৌন্দর্যের অন্যতম রহস্য প্লাস্টিক সার্জারি। কেরিয়ারের শুরুতেই নাকি তিনি নিজেকে সুন্দর করে তুলতে প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছিলেন। এবিষয়ে বরাবরই সকলে রাই সুন্দরির প্রতিক্রিয়া শুনতে চেয়েছেন। যদিও অভিনেত্রী এবিষয়ে কখনওই কোনও মন্তব্য করেননি। 

তবে সম্প্রতি, ইন্ডিয়ায় এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সৌন্দর্যের রহস্য, প্লস্টিক সার্জারির বিষয়ে মুখ খুলেছেন ঐশ্বর্য। তিনি কখনও প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিনা সেবিষয়ে প্রশ্ন করা হলে ঐশ্বর্য বলেন, '' দেখো, বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে সবকিছুই খুব দ্রুত বদলে যাচ্ছে। সত্যি কথা বলতে কি,  এখনও পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। যদিও ব্যক্তি বিশেষে পছন্দ বিভিন্ন রকম। যখন মানুষ এই বিষয়গুলি প্রকাশ্যে আনতে চায়, তখন হয়ত আমরা বলে থাকি এখনও পর্যন্ত প্রয়োজন হয়নি, কিংবা না। ২০ বছর আগে তুমি যদি আমায় জিজ্ঞাসা করতে যে আমি চুলে রঙ করাবো কিনা, তাহলে আমি হয়ত বলতাম, না দরকার নেই। বলতাম, আমার চুলে এমনিতেই বাদামী রঙ করা রয়েছে, তো প্রয়োজন নেই। আর এখন বললে আমি এবিষয়ে কখনওই না বলব না। যখন থেকে আমি একটি বহুজাতিক সংস্থার মুখ হয়েছি, তখন থেকেই আমি চুল নিয়ে নানান পরীক্ষানীরিক্ষা চালিয়েছি। তখন মনে হয়েছে, না এটা মন্দ নয়। ''

পরে অবশ্য ঐশ্বর্য আরও বলেন, ''আমি মনে করি মানুষের হাতে নানান রকম পছন্দ রয়েছে। আমি খুবই ভাগ্যবান যে আমাকে শরীর ধরে রাখার জন্য কোনওদিনও কড়া ডায়েট করতে হয়নি। অথচ কোনও কোনও ব্যক্তির সত্যিই এটা প্রয়োজন পড়ে। আমি একটি লম্বার ঘোড়ার পিঠে বসে এটা পরামর্শ  দিতে পারি না, যে তোমার এটা করার প্রয়োজন নেই। অনেক মানুষেরই সুন্দর ঈশ্বর প্রদত্ত শরীর আছে, অথচ তাও তারা সাপ্লিমেন্ট ব্যবহার করার বিষয়ে কথা বলে। এনিয়ে অনেক বিতর্কও আছে যে সাপ্লিমেন্ট ব্যবহার করা উচিত কি উচিত নয়, আমার মনে হয় এবিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কোনও কিছুর বিজ্ঞানটা জেনেই তবেই সেপথে এগোনো উচিত। '' 

বেশ বোঝা যাচ্ছে প্লাস্টিক সার্জারি করে সুন্দর হয়ে ওঠার বিষয়টি বেশ বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গিয়েছে ঐশ্বর্য। তবে প্রয়োজনে প্লাস্টিক সার্জারি তিনি করিয়েই থাকতে পারেন, এবিষয়টি স্পষ্টভাবে না বললেও বুঝিয়ে দেন ঐশ্বর্য। 

আরও পড়ুন-

.