Swara Bhasker : সলমনের পর এবার স্বরা, প্রাণনাশের হুমকি অভিনেত্রীকে

স্বরাকে চিঠিতে কী লেখা হয়েছে?

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 29, 2022, 09:20 PM IST
Swara Bhasker : সলমনের পর এবার স্বরা, প্রাণনাশের হুমকি অভিনেত্রীকে

নিজস্ব প্রতিবেদন : সলমন খানের (Salman Khan) পর এবার প্রাণনাশের হুমকি চিঠি পেলেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। জানা যাচ্ছে, মুম্বইয়ের ভারসোভার বাড়িতে স্বরার কাছে এই হুমকি চিঠি পৌঁছোয়। বিষয়টা নিয়ে স্বরা ইতিমধ্যেই মুম্বই পুলিসের দ্বারস্থ হয়েছেন। 

পুলিস সূত্রে খবর, অভিনেত্রী স্বরা ভাস্করকে এই চিঠি হিন্দিতে লেখা হয়েছে। যাতে বলা হয়েছে, বীর সাভারকার সম্পর্কে 'অসম্মানজনক' মন্তব্য করার অপরাধে প্রাণ যাবে স্বরার। শুধু তাই নয়, চিঠিতে অভিনেত্রীর উদ্দেশ্যে বেশকিছু অশ্লীল শব্দও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। 

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় স্বরা ভাস্কর। অতীতেও বহুবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, আক্রমণের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। ২০১৮ সালে 'বীরে দি ওয়েডিং' ছবির একটি দৃশ্যে হস্ত মৈথুন করতে দেখা গিয়েছিল স্বরাকে। যে দৃশ্য নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই আক্রমণের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এমনকি এটা নিয়ে তাঁর পরিবারকেও হেনস্থার শিকার হতে হয়েছিল। এখানেই শেষ নয়, কিছুদিন আগে মাদক সংক্রান্ত মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের পাশে দাঁড়িয়েও কটাক্ষ শুনতে হয়েছিল স্বরাকে।

প্রসঙ্গত, শুধু স্বরাই নন কিছুদিন আগে সলমন খান এবং তাঁর বাবা সেলিম খানকে খুনের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। যে চিঠিতে লেখা হয়েছিল '' আপনার পরিণতিও মুসেওয়ালার মতো হবে।''

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.