সন্ধের মধ্যেই জেলে ফিরতে হবে সঞ্জয় দত্তকে

মেডিক্যাল প্যারোলের মেয়াদ শেষ। আজ ফের জেলে ফিরবেন সঞ্জয় দত্ত। এবার গরাদের ভিতরেই কাটবে বলিউড তারকার দীপাবলি। মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয়। সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। গত পয়লা অক্টোবর চার সপ্তাহের মেডিক্যাল প্যারোলে ছাড়া পান তিনি। আজ তাঁর মেয়াদ ফুরোচ্ছে।
সন্ধের মধ্যে ইয়েরওয়ারা জেলে ফিরতে হবে সঞ্জয়কে। নিয়ম মেনে বন্দী সঞ্জয় দত্তকে ১৪ দিনের `ফারলো` বা বিশেষ ছুটি দিয়েছিল। পরে সঞ্জয়ের আবেদন মেনে আরও দু সপ্তাহ বিশেষ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছিল।
মুম্বই বিস্ফোরণ মামলায় পাঁচ বছর কারাবাস হয় সঞ্জয় দত্তের। ২০০৬ সালে অবৈধভাবে একে-৫৬ এবং ৯-এমএল পিস্তল রাখার জন্য অভিযুক্ত হন তিনি। বকেয়া ৪২ মাসের মেয়াদ বর্তমানে ইয়েরওয়াড়া জেলে কাটাচ্ছেন তিনি।

English Title: 
After four weeks` parole, Sanjay Dutt to return to jail
Home Title: 

সন্ধের মধ্যেই জেলে ফিরতে হবে সঞ্জয় দত্তকে

No
17502
Is Blog?: 
No