বায়ু সেনা ও মোদীকে সমর্থন, পাকিস্তানিদের বিদ্রুপের শিকার আদনান
পাকিস্তানি বংশোদ্ভুত গায়ক আদনান সামী (২০১৬ সাল থেকে ভারতীয় নাগরিক)।
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামার জঙ্গি হামলা এবং বালাকোটে ঢুকে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত সবতেই ভারতীয় সেনাবাহিনীর পাশে থেকেছে বলিউড থেকে টলিউড, এদেশের সমস্ত তারকারা। পুলওয়ামার জঙ্গি হামলায় ৪৯ জন জওয়ানের মৃত্যুর পর যেমন তাঁরা ক্ষোভ উগড়ে দিয়েছেন, তেমনই ভারতীয় বায়ুসেনার পাল্টা প্রত্যাঘাটে সকলেই সেনাকে স্যালুট জানিয়েছেন। এই গোটা পরিস্থিতিতে ভারতকেই সমর্থন করেছেন পাকিস্তানি বংশোদ্ভুত গায়ক আদনান সামী (২০১৬ সাল থেকে ভারতীয় নাগরিক)।
বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা, ভারতীয় বায়ুসেনাকে সমর্থন করেছেন আদনান সামী।
আরও পড়ুন-বরফে ঘেরা সুইৎজারল্যান্ডে আকাশ-শ্লোকের প্রাক-বিবাহ সেলিব্রেশন, আলিয়াকে নিয়ে ব্যস্ত রণবীর
“The Force Is With You” @narendramodi ji.
Respect to @IAF_MCC .#HowsTheJosh #StopTerrorism #JaiHind pic.twitter.com/x4RCzoPFNy— Adnan Sami (@AdnanSamiLive) February 26, 2019
আদনান সামীর এই টুইটের পরই তাঁকে ট্রোল করতে শুরু করেন পাকিস্তানিরা। অনেকেই আদানানকে কড়া ভাষায় আক্রমণ করেন, কেউ কেউ আবার আদনানকে মনে করিয়ে দেন, তাঁর বাবা পাক বায়ুসেনা আধিকারিক ছিলেন। দেখুন কে কী লিখেছেন...
আরও পড়ুন-জাতীয় পতাকায় টুইটার হ্যান্ডেল ভরিয়ে দিলেন অমিতাভ বচ্চন
Adnan Sami's Father Was In Pak Air Force Who Fought During 1965 WAR And Received Sitara-e-Jurat. Adnan Sami Just Won Tamgha-e-Begairat
— Umar (@mrjutt01) February 26, 2019
lol India can keep adnan sami we dnt claim him
— aiyshh (@aiysha_16d09) February 26, 2019
I was thinking it would be so much fun if we report Adnan Sami’s account and get it suspended Twitterical Strike!
— تَجّل (@gryffindor9611) February 26, 2019
যদিও পাকিস্তানি ট্রোলারদের পাল্টা জবাব দিতেও ভোলেননি ভারতীয় গায়ক আদনান সামী। সমালোচকদের চোখে আঙুল দিয়ে বাস্তবটা বুঝিয়ে দিয়েছেন তিনি। এই মানসিকতাকে উটপাখির মতো মানসিকতা কড়া সমালোচনা করেছেন তিনি।
আরও পড়ুন-সাতপাকে বাঁধা পড়লেন বিপাশা বসুর বোন, দেখুন বিয়ে ও রিসেপশনের ছবি
Dear Pak trolls,
Its not about ur egos being given a reality check today; its about eliminating terrorists who u ‘claim’ r also ur enemies! Ur Ostrich mentality is laughable.Btw, ur abuses expose ur reality & therefore d only difference between u & a bucket of shit is the bucket!— Adnan Sami (@AdnanSamiLive) February 26, 2019
প্রসঙ্গত, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, সোনি রাজদান, সলমন খান, ভিকি কৌশল, সোনম কাপুর, প্রীতি জিন্টা, ইয়ামি গৌতম থেকে শুরু করে সকলেই ভারতীয় বায়ুসেনাকে স্যালুট জানিয়েছেন।
আরও পড়ুন-বাংলায় এই দাদাগিরির জন্যই বাংলা ছবির ক্ষতি হচ্ছে, মত বলিউড অভিনেতা সুব্রত দত্তর