জন্মভূমির উপর ভালবাসা নেই, আদনান সামিকে অপমান পাকিস্তানিদের
উত্তর দেন গায়ক
নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানের স্বাধীনতা দিবসে কেন শুভেচ্ছা জানালেন না আদনান সামি? ভারতের স্বাধীনতা দিবসের দিন এভাবেই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হল বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামিকে। যার উত্তর অত্যন্ত শান্ত মাথায় দিলেন বলিউডের এই গায়ক।
আরও পড়ুন : মায়ের জীবনসঙ্গী কে? বেছে দিলেন জনপ্রিয় অভিনেত্রীর ২ ছেলে
No you didn’t... I Walked out! https://t.co/waKwYLfdCm
— Adnan Sami (@AdnanSamiLive) August 15, 2019
Sure...Kashmir is an integral part of India. Don’t poke your nose in things that do NOT belong to you! https://t.co/SPoTZPElka
— Adnan Sami (@AdnanSamiLive) August 15, 2019
My father was born in 1942 in India & died in 2009 in India!!! Next! https://t.co/M11nbQonWh
— Adnan Sami (@AdnanSamiLive) August 15, 2019
Really... Jinnah was not faithful to his motherland... What should we call him then? https://t.co/BivMlau1y6
— Adnan Sami (@AdnanSamiLive) August 15, 2019
I will... Tomorrow! https://t.co/a2VU8IoLNw
— Adnan Sami (@AdnanSamiLive) August 14, 2019
জন্মসূত্রে পাকিস্তানি আদনান সামি সম্প্রতি ভারতের নাগরিকত্ব পান। ভারতের নাগরিকত্ব পাওয়ার পর থেকে একাধিকবার তাঁকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। কখনও আদনানে অপমান করেছেন পাকিস্তানি নাগরিকরা। আবার কখনও প্রশ্ন তোলা হয়েছে, ভারতীয়রা কীভাবে একজন মানুষের উপর গর্ববোধ করেন যাঁর মাতৃভূমির (পাকিস্তান) উপর কোনও ভালবাসা নেই।
আরও পড়ুন : বিশ্বের কাছে পাকিস্তানকে 'ভুলভাবে' তুলে ধরছে বলিউড, ক্ষোভ পাক অভিনেত্রীর
শুধু তাই নয়, কাশ্মীর নিয়ে একটু আধটু মন্তব্য করে দেখান আদনান, তারপর ভারতীয়রা তাঁর কী হাল করেন দেখা যাবে। যার উত্তরে আদনান বলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই কাশ্মীর নিয়ে কোনও পাকিস্তানির নাক গলানোর কোনও প্রয়োজন নেই বলেও স্পষ্ট জানান আদনান। পাশাপাশি মহম্মদ আলি জিন্নাও তাঁর মাতৃভূমির উপর অনুগত ছিলেন না। তাহলে তাঁকে কী উপাধি দেওয়া যায় বলেও প্রশ্ন তোলেন এই গায়ক। পাশাপশি আদনান সামির বাবা ১৯৪২ সালে ভারতবর্ষে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালে ভারতেই তাঁর মৃত্যু হয় বলেও জানান আদনান সামি।