Adnan Sami: সব পোস্ট মুছে 'অলবিদা' আদনানের, উদ্বিগ্ন ফ্যানেরা

আদনান পোস্ট করেছেন একটি ভিডিয়ো। যেখানে শুধুমাত্র লেখা 'অলবিদা'। কেন অলবিদা লিখলেন আদনান, তা নিয়েই চলছে জল্পনা। 

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Jul 19, 2022, 05:51 PM IST
Adnan Sami: সব পোস্ট মুছে 'অলবিদা' আদনানের, উদ্বিগ্ন ফ্যানেরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকাল থেকে খবরের শিরোনামে আদনান সামি(Adnan Sami), তাঁকে নিয়ে চিন্তিত নেটিজেনরা। এই সবের সূত্রপাত আদনান সামির ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে। মঙ্গলবার সকালে হঠাৎই নিজের সমস্ত পোস্ট মুছে ফেলেছেন এই সংগীতশিল্পী। কেন হঠাৎ এই কাণ্ড ঘটালেন আদনান? 

তবে এখানেই শেষ নয়। আদনান পোস্ট করেছেন একটি ভিডিয়ো। যেখানে শুধুমাত্র লেখা 'অলবিদা'। কেন অলবিদা লিখলেন আদনান, তা নিয়েই চলছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় কাকে অলবিদা জানালেন সংগীতশিল্পী? কেনই বা অলবিদা জানাচ্ছেন তিনি? তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। কেউ কেউ মনে করছেন এটি হয়তো তাঁর আগামী গানের বা অ্যালবামের প্রচার। 

আরও পড়ুন:Raj Chakraborty-Sai Pallavi: বলিউডে রাজ চক্রবর্তী, নায়িকা সাই পল্লবী! কী বলছেন পরিচালক?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Adnan Sami (@adnansamiworld)

আরও পড়ুন: Shehnaaz Gill: বড়পর্দায় শেহনাজ, পরিচালকের আসনে অনিলকন্যা রিয়া

তবে আদনানের এই পদক্ষেপ নিয়েই উদ্বিগ্ন তাঁর ফ্যানেরা। কেউ লিছেছেন, 'কী হল?আশা করি এটা নতুন শুরু ইঙ্গিত। আপনার নতুন গান বা অন্যকিছু।' অপর এক জন লিখেছেন, 'আপনি ঠিক আছেন?' অন্য এক নেটিজেন লেখেন,'সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এধরনের ম্যাসেজ দেখলে ভয় লাগে।' অন্য এক ফ্যান কমেন্ট বক্সে লেখেন, 'মনে হচ্ছে খারাপ কিছুর ইঙ্গিত'। কেই কেউ আবার লিখেছেন, 'কোনও কিছুর প্রচারে এরকম করা উচিত হয়নি আদনানের।'

আরও পড়ুন: Aryan Khan: মাদককাণ্ড অতীত, পুরনো ছন্দে নাইট ক্লাবে শাহরুখপুত্র, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Samantha Ruth Prabhu: অক্ষয়ের কোলে চেপে করণের শোয়ে এন্ট্রি, কটাক্ষের মুখে সামান্থা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.