কোয়ারেন্টিনে 'আংরেজি মিডিয়াম'-এর অভিনেত্রী রাধিকা মদন

দিল্লি থেকে মুম্বইতে ফেরেন তিনি 

Edited By: জয়িতা বসু | Updated By: May 30, 2020, 12:44 PM IST
কোয়ারেন্টিনে 'আংরেজি মিডিয়াম'-এর অভিনেত্রী রাধিকা মদন

নিজস্ব প্রতিবেদন : কোয়ােন্টিনে গেলেন আংরেজি মিডিয়াম অভিনেত্রী রাধিকা মদন। ঘরোয়া উড়ান চালু হওয়ার পর দিল্লি থেকে মুম্বইতে ফেরেন রাধিকা। মুম্বইতে বাড়িতে ফিরেই নিজেকে গৃহবন্দি করে ফেলেন রাধিকা।

সাদা কুর্তা, পাজামায় মুম্বই বিমানবন্দরে নামতে দেখা যায় রাধিকাকে। মুকে মাস্ক, হাতে গ্লাভসের সঙ্গে ফেস শিল্ড দিয় মুখ ঢেকে তবেই দিল্লি থেকে মুম্বইতে আসেন রাধিকা। তিনি বলেন, তিনি ভাল আছেন। মহামারীর সময় তিনি যাতে নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে পারেন, সেই কারণে ঘরোয়া উড়ান চালু হওয়ার পর তড়িঘড়ি মুম্বইতে ফিরে আসেন তিনি। তবে আপাতত ভাল আছেন। ১৪ দিন পর নিজেকে গৃহবন্দি দশা থেকে মুক্ত করবেন বলেও জানান রাধিকা।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

আংরেজি মিডিয়ামে ইরফান খানের বিপরীতে অভিনয় করেন রাধিকা মদন। আংরেজি মিডিয়ামেই প্রথম ইরফানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন রাধিকা। তবে ওই সিনেমা মুক্তির কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায় ইরফানের জীবনের যাত্রা।

.