আকাশছোঁয়া বিদ্যুতের বিল, অঙ্কুশের পর CESC-র বিরুদ্ধে তোপ যশ ও কৌশিক গাঙ্গুলির
অঙ্কুশ, যশ, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ অনেকেই বিদ্যুতের বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন : একে লকডাউন, তার উপর আকাশছোঁয়া বিদ্যুতের বিলে ঘুম উড়েছে কলকাতা বাসীর। বিদ্যুতের বিল নিয়ে কেউ CESC-র অফিসে গিয়ে নালিশ ঠুকেছেন। কেউ আবার সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন। বাদ নেই টালিগঞ্জের তারকারাও। অঙ্কুশ, যশ, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ অনেকেই বিদ্যুতের বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
মে মাসে পরিচালক কৌশিক ঙ্গোপাধ্যায়ের বাড়িতে প্রায় ২০ হাজার টাকার ইলেকট্রিক বিল পাঠিয়েছে CESC। যার সঙ্গে কোনওভাবে আগের মাসের বিদ্যুতের বিলের কোনও মিলই নেই। যদিও সেই বিলটিও নেহাত কম ছিল না। নিজের ক্ষোভ উগড়ে দিয়ে পরিচালক লিখেছেন, ''আমরা তিনজন। অত্যন্ত সাধারণ জীবনযাপন আমাদের। বিশেষ করে এরম অনিশ্চিত সময়ে আরো খরচ সামলে চলেছি সবাই। খুব গরম দুপুর একটি ও রাতে শোবার সময় দুটি AC চলে। কোনোদিন একসঙ্গে তিনটি AC চলেনা আমাদের বাড়িতে। সবই LED আলো! তাও বারবার এরম বিল! বিকল্প নেই! অসহায়! আগের বিল ছিল 16 হাজার! ''
আরো পড়ুন-ভুয়ো খবরে ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ,অ্যাসিড হামলার হুমকি স্বস্তিকাকে, ধৃত ২
আমরা তিনজন। অত্যন্ত সাধারণ জীবনযাপন আমাদের। বিশেষ করে এরম অনিশ্চিত সময়ে আরো খরচ সামলে চলেছি সবাই। খুব গরম দুপুর একটি ও রাতে শোবার সময় দুটি AC চলে। কোনোদিন একসঙ্গে তিনটি AC চলেনা আমাদের বাড়িতে। সবই LED আলো! তাও বারবার এরম বিল! বিকল্প নেই! অসহায়!আগের বিল ছিল 16 হাজার! pic.twitter.com/aXEPDX7ZZo
— Kaushik Ganguly (@KGunedited) July 18, 2020
বিদ্যুতের বিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। বিলের ছবি পোস্ট করে যশ লিখেছেন, ''এটা স্বাভাবিক বিল হতে পারে না। CESC-কে অনুরোধ করছি আমার বাড়ির বিল খতিয়ে দেখা হোক। আমার ১৭,৬৬০ টাকা বিল এসেছে, গত কয়েকবছর ধরে আমি যে বিল দিয়ে আসছি, তার তুলনায় এই বিল যুক্তিহীন।''
This can’t be the new normal @CESCLimited Requesting you to go through my bill that’s INR 17660, an absurd amount compared to what I have been paying since the last few years pic.twitter.com/kpVCWybxjU
— Yash (@Yash_Dasgupta) July 17, 2020
যশের এই টুইটের নিচে কমেন্ট করেছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, যশ এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে। তুমি CESC-র সঙ্গে কথা বলে দেখো, আমারও বাড়ির বিলেও এমনটাই হয়েছে।
This is happening with a lot of people this happened with me too you should call them and talk to them cause rn it's not safe to go there and talk.
— Kaushani (@Kaushan33130476) July 17, 2020
This happened with me too. They are not reading the bills properly. They are just giving away the bills.
— Kaushani (@Kaushan33130476) July 17, 2020
অন্যদিকে যশের একটি ছবি পোস্ট করে বন্ধু অঙ্কুশ হাজরা মজা করে লিখেছেন, ভাই, আলো বন্ধ করে টর্চ জ্বালিয়ে ছবি তোল। অঙ্কুশ নিজেও অন্ধকারে নিজের ছবি তুলে পোস্ট করেছেন। লিখেছেন, জুন মাসে বিদ্যুতের বিল পাওয়ার পর আমার নতুন জীবন।
Bhai torch jalie chobi tol akhon..1lakh bill ese jabe nahole.. https://t.co/EHfMkvuDDo
— ANKUSH (@AnkushLoveUAll) July 17, 2020
My new selfie after getting the electricity bill for the month of june.. #saveelectricity #savemoney #savelife pic.twitter.com/3yXqRQPBG3
— ANKUSH (@AnkushLoveUAll) July 17, 2020
অঙ্কুশ যতই মজা করুন না কেন, তাঁর বাড়ির বিলও কিছু কম আসেনি। লিখেছেন, যেখানে প্রতিমাসে তাঁর ৪ হাজার টাকা বিল আসতো, এবার এসেছে ২১ হাজার টাকা।
From 4000 to 21000?? @CESCLimited.. trust me in this pandemic situation i havnt put anyyy disco lights or HMI in my house to have fun.. Dont do this to us .. pic.twitter.com/kFfJQAI6el
— ANKUSH (@AnkushLoveUAll) July 17, 2020
সব দেখে শুনে নিশ্চয় বুঝতেই পাচ্ছেন, বিদ্যুতের বিল পেয়ে টালিগঞ্জের অনেক তারকারই 'শক' লাগার মতো অবস্থা হয়েছে!