জর্ডনের মরুভূমি ক্যাম্পে আটকে, বিদেশ থেকে উদ্ধারের আর্জি অভিনেতার

রয়েছেন পরিচালকসহ আরও ৫৬ জন

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 1, 2020, 06:58 PM IST
জর্ডনের মরুভূমি ক্যাম্পে আটকে, বিদেশ থেকে উদ্ধারের আর্জি অভিনেতার

নিজস্ব প্রতিবেদন : ​জর্ডনে গিয়েছিলেন শ্যুটিংয়ের জন্য। পরিচালকসহ ইউনিটের ৫৬ জনকে নিয়েই জর্ডনের মরুভূমির ক্যাম্প ওয়াদি রামে শ্যুটিং করছিলেন। শ্যুটিংয়ের মাঝ পথে বাধা হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস। ফলে শ্যুটিং বন্ধ করে আপাতত জর্ডনের ওই মরুভূমির ক্যাম্পেই আটকে রয়েছেন জনপ্রিয় তারকা পৃত্থীরাজ। শিগগিরই যাতে পৃত্থীরাজ-সহ তাঁর ছবির পরিচালক এবং ৫৬ জনকে উদ্ধার করা হয়, সে বিষয় সাহায্য চান এই অভিনেতা।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

রিপোর্টে প্রকাশ, জর্ডন থেকে উদ্ধারের জন্য কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে ইমেল করেছেন এই অভিনেতা। শুধু তাই নয়, কেরল ফিল্ম চেম্বারকেও বিষয়টি জানিয়েছেন পৃত্থীরাজ। অভিনেতার মেইলের বিষয়টি বুধবার প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল শুরু হয়েছে। 

জানা যাচ্ছে, জর্ডন থেকে উদ্ধার জন্য সাহায্য চেয়ে মালায়লম সুপারস্টার তথা রাজনীতিবিদ সুরেশ গোপীরও দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা। তবে পৃত্থীরাজ এবং তাঁর সহযোগীদের উদ্ধারের জন্য কী ব্যবস্থা করা হবে সরকারের তরফে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

.