'গান্ধী'-র পরিচালক রিচার্ড অ্যাটেনবরো প্রয়াত
প্রয়াত কিংবদন্তি পরিচালক-অভিনেতা রিচার্ড অ্যাটেনবরো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ওয়েব ডেস্ক: প্রয়াত কিংবদন্তি পরিচালক-অভিনেতা রিচার্ড অ্যাটেনবরো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। আর পাঁচদিন বাদেই ছিল তাঁর ৯১ তম জন্মদিন। গত কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। ছ বছর আগে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে আহত হন তিনি। নার্সিংহোমে দীর্ঘদিন ভর্তি ছিলেন।
তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে খাওয়ার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রিচার্ড অ্যাটেনবরোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। টুইটারে তিনি লিখেছেন, ব্রাইটন রকে তাঁর অভিনয় অসাধারণ। গান্ধী ছবিতে তাঁর পরিচালনা অবিস্মরণীয়। সিনেমার অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব অ্যাটেনবরো। ব্রিটেন এবং মার্কিন চলচ্চিত্রে তাঁর অবদান তাঁকে খ্যাতির শিখরে পৌছে দেয়। 'ব্রাইটন রক', 'দ্য ফ্লাইট অফ ফিনিক্স', 'জুরাসিক পার্ক'-এর মত ছবিতে তাঁর অভিনয় বহুল চর্চিত।
ভারতের সঙ্গেও তাঁর সাংস্কৃতিক যোগাযোগ সত্যজিত্ রায়ের হাত ধরে। ১৯৭৭ সালে 'সতরঞ্জ কী খিলারি' ছবিতে তিনি ব্রিটিশ জেনারেলের চরিত্রে অভিনয় করেন। এরপর আটের দশকে পরিচালনা করেন বিখ্যাত ছবি গান্ধী। কুড়ি বছর ধরে কোনও প্রযোজক না পেয়ে নিজেই এ ছবি প্রযোজনার ঝুঁকি নেনে তিনি। চরম আর্থিক কষ্টের মধ্যেও তৈরি করেন গান্ধী। এ ছবি মোট ১১টি বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়। আটটি অস্কার পায় অ্যাটেনবরোর ছবি গান্ধী। এ ছবি পরিচালনা তাঁকে চলচ্চিত্রের শীর্ষ স্তরে পৌছে দেয়।