Rakul Preet Singh : ফের বিপাকে রকুল প্রীত সিং, মাদক মামলায় ডেকে পাঠাল ইডি
ফের বিপাকে অভিনেত্রী রকুল প্রীত সিং। মাদক সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় রকুলকে ফের ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় শুক্রবারই রকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকে পাঠানো হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, মামলাটি ২০১৭-র। হায়দরাবাদ ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মাদক সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল রকুলের। তবে শুধু রকুলই নন, এই মামলায় নাম জড়ায় দক্ষিণের আরও অনেক তারকার। এই মামলায় গত বছরও হায়দরাবাদে ইডি-র জোনাল অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছিলেন রকুল।
Rakul Preet Singh, ED, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ফের বিপাকে অভিনেত্রী রকুল প্রীত সিং। মাদক সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় রকুলকে ফের ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় শুক্রবারই রকুলকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকে পাঠানো হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, মামলাটি ২০১৭-র। হায়দরাবাদ ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মাদক সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছিল রকুলের। তবে শুধু রকুলই নন, এই মামলায় নাম জড়ায় দক্ষিণের আরও অনেক তারকার। এই মামলায় গত বছরও হায়দরাবাদে ইডি-র জোনাল অফিসে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছিলেন রকুল।
জানা যাচ্ছে, ২০১৭-তে সঙ্গীতশিল্পী ক্যালভিন মাসকারেনহাস এবং আরও দুই জনের কাছ থেকে ৩০ লক্ষ টাকার মাদক উদ্ধার করে শুল্ক দফতর। সেই মামলায় নাম জড়িয়েছিল রবি তেজা, পুরী জগন্নাথ, চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, তানিশ, নান্দু, তরুণ এবং 'বাহুবলী' খ্যাত রানা দাগ্গুবতীর। এই মামলায় ২০২১-এই এই তারকাদের জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
আরও পড়ুন-'অভাব পূরণ করতে পারব না, কিন্তু...', বিচ্ছেদ গুঞ্জনে ঐন্দ্রিলাকে নিয়ে নয়া পোস্ট অঙ্কুশের
আরও পড়ুন-বাক-স্বাধীনতা নিয়ে অমিতাভের মন্তব্যে বিজেপির খোঁচা, পাল্টা দিলেন নুসরত
এই মামলার বিষয়ে এর আগেই টাইস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মামলা সম্পর্কে কথা বলতে গিয়ে, একজন ইডি আধিকারিক এর আগে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন 'তেলেঙ্গানা আবগারি ও নিষেধাজ্ঞা বিভাগ দ্বারা প্রায় ১২ টি মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে ১১টির চার্জশিট জমা দেওয়া হয়েছে। মোট ৮ জনের নামে চার্জশিট জমা পড়েছে। তবে এরা সকলেই নিচুতলার মাদক সরবরাহকারী। বেশিরভাগ মাদক পাচারকারী প্রায় আটজনের বিরুদ্ধে তখন মামলায় চার্জশিট জমা করা হয়েছিল। তবে তাদের বেশিরভাগই নিম্নস্তরের মাদক পাচারকারী। তবে তদন্তে একাধিক দক্ষিণী তারকার নাম উঠে এলেও কোনও প্রমাণ না মেলায় এখনও পর্যন্ত তাঁদের শুধুমাত্র সাক্ষী হিসাবেই ডাকা হয়েছে।'