দুমড়ে মুচড়ে গেল গাড়ি, দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় রিয়েলিটি শো-এর প্রতিযোগীর
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে দানিশের গাড়ি।
নিজস্ব প্রতিবেদন : দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় রিয়েলিটি শো-এর প্রতিযোগী দানিশ জেহেন-এর। এমটিভি-র 'এক অফ স্পেস'-খ্যাত প্রতিযোগী দানিশ-এর মৃত্যুতে টেলি জগতে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় ওই রিয়েলিটি শো-এর সঞ্চালক বিকাশ গুপ্তা জানান, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে দানিশের গাড়ি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় দানিশের।
দানিশ-এর মৃত্যুর পর পরই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই খবর শেয়ার করেন বিগ বস-খ্যাত প্রতীয়গী বিকাশ গুপ্তা। সেই সঙ্গে তিনি আরও জানান, দানিশকে কেউ কখনও ভুলতে পারবে না। দানিস সব সময় মানুষের হৃদয়ে থাবেন বলেও শোক প্রকাশ করেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের ভাসি জাতীয় সড়কে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে দানিশের গাড়ি। দুর্ঘটনার পর পরই দুমড়েমুচড়ে যায় গাড়িটি। পুলিস গাড়িটিকে উদ্ধার করে, তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা যাচ্ছে।