Abhishek Chatterjee: 'অভিষেকের কাছে ডল অনন্য, কারোর মতো নয়',নাম না করেই তৃণাকে তোপ প্রয়াত অভিনেতার স্ত্রীর
সংযুক্তা আরও লেখেন,'যেমন সকল বাবা মার কাছে তাঁর ছেলে মেয়ে ইউনিক সেরকমই অভিষেকের কাছে ডল ছিল আলাদা। ডল আমাদের এক এবং একমাত্র স্বপ্ন। ও যেরকম আমরা সেভাবেই আমরা ওকে নিয়ে গর্বিত। আমরা চাই না ডল অন্য কারোর মতো হোক।'
![Abhishek Chatterjee: 'অভিষেকের কাছে ডল অনন্য, কারোর মতো নয়',নাম না করেই তৃণাকে তোপ প্রয়াত অভিনেতার স্ত্রীর Abhishek Chatterjee: 'অভিষেকের কাছে ডল অনন্য, কারোর মতো নয়',নাম না করেই তৃণাকে তোপ প্রয়াত অভিনেতার স্ত্রীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/11/371732-abhishek.jpg)
নিজস্ব প্রতিবেদন: শনিবারই অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) শেষ ছবি পঞ্চভূজের(Panchabhuj) সাংবাদিক সম্মেলনে মেয়ে ডলকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। সেই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিষেক। অভিনেতার হয়ে সেই পুরস্কার গ্রহণ করে তাঁর মেয়ে সাইনা চট্টোপাধ্যায় অর্থাৎ ডল। ছবির পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়। এই ছবি ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তারই মধ্যে 'পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রয়াত অভিনেতা। সেই পুরস্কারই অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা ও মেয়ে সাইনার হাতে তুলে দিলেন পরিচালক।
সেই সাংবাদিক সম্মেলনেই অভিষেককে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তাঁর সহঅভিনেতারা। সেখানেই হাজির ছিলেন অভিষেকের শেষ ধারাবাহিক খড়কুটোর অনস্ক্রিন মেয়ে তৃণা সাহা। সেখানেই তৃণা বলেন যে, তাঁর অনস্ক্রিন ড্যাডি চাইতেন যে তাঁর মেয়ে ডল যেন তৃণার মতোই হয়। এরপরই রবিবার ডলের সঙ্গে অভিষেকের একটি ভিডিও পোস্ট করেন অভিনেতার স্ত্রী সংযুক্তা। তিনি লেখেন,'অভিষেক গভীরভাবে ডলকে ভালোবাসত। ডল যেমন সেভাবেই তাকে ভালোবাসত। ডলকেই সবচেয়ে বেশি ভালোবাসত। যেভাবে সাবলীলভাবে ডল ইংলিশ ও ফ্রেঞ্চ বলতে পারে তা নিয়ে গর্বিত ছিল অভিষেক। শেষ সেমিস্টারে ৯২% নম্বর পেয়েছিল ডল আর তার জন্য সাকসেস পার্টিও দিয়েছিল অভিষেক।'
সংযুক্তা আরও লেখেন,'যেমন সকল বাবা মার কাছে তাঁর ছেলে মেয়ে ইউনিক সেরকমই অভিষেকের কাছে ডল ছিল আলাদা। ডল আমাদের এক এবং একমাত্র স্বপ্ন। ও যেরকম আমরা সেভাবেই আমরা ওকে নিয়ে গর্বিত। আমরা চাই না ডল অন্য কারোর মতো হোক। অভিষেকের এক সহঅভিনেতা দাবি করে,অভিষেক চাইত যে ডল তাঁর মতো হোক। একজন বাবার ভালোবাসাকে সম্মান জানানো উচিত। অন স্ক্রিন আর অফ স্ক্রিনের মধ্যে অনেক পার্থক্য। ও কখনই প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে গুলিয়ে ফেলে না। ওঁর সন্তানের প্রতি ওঁর ভালোবাসা ও দৃষ্টিভঙ্গীকে সম্মান জানানো উচিত।'