বিহারের রাস্তায় লিট্টি-চোখা খেলেন আমির

আগামী ছবি পিকের প্রচারে শনিবার বিহারে গিয়েছিলেন আমির খান। শুধু প্রচারই নয়, সারাদিন বিহারের রাস্তায় ঘুরে বেজায় উপভোগ করলেন মিস্টার পারফেকশনিস্ট। চেখে দেখলেন লিট্টি-চোখাও।  

Updated By: Dec 7, 2014, 03:15 PM IST
বিহারের রাস্তায় লিট্টি-চোখা খেলেন আমির
Photo: PTI

ওয়েব ডেস্ক: আগামী ছবি পিকের প্রচারে শনিবার বিহারে গিয়েছিলেন আমির খান। শুধু প্রচারই নয়, সারাদিন বিহারের রাস্তায় ঘুরে বেজায় উপভোগ করলেন মিস্টার পারফেকশনিস্ট। চেখে দেখলেন লিট্টি-চোখাও।  

লিট্টি খাওয়ার পর উচ্ছ্বসিত আমির মিডিয়াকে বলেন, "অপূর্ব স্বাদের জন্য লিট্টি জনপ্রিয়। আমি খুব ভালবাসি লিট্টি খেতে।" আমির এসেছেন এই খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় জমা হতে থাকেন শ'য়ে শ'য়ে মানুষ। কিন্তু হতাশ হয়ে ফিরতে হল তাদের। ততক্ষণে যে চলে গিয়েছেন পিকে। তবে বেজায় খুশি বিহারি রাই। তাঁর দোকান থেকেই যে লিট্টি চেখে দেখেছেন আমির। বললেন, "আমি অভিভূত। আমার দোকানের লিট্টি আমিরের দারুণ পছন্দ হয়েছে। দুটো লিট্টি খেয়েছেন উনি।" দু'বছর আগেও একবার রাইয়ের দোকানে লিট্টি খেয়েছিলেন আমির।আর তারপর থেকেই জনপ্রিয় বিহারির দোকান। জানালেন, "আমার দোকানে অনেকেই লিট্টি খেতে এসে জানতে চায় আমির কী খেয়েছিলেন।"  

খদ্দের টানতে দোকানের সামনে আমিরের লিট্টি খাওয়ার ছবিও টাঙিয়ে রেখেছেন রাই। যেখানে আমির বলছেন, "লিট্টি কা জবাব নহি।"

 

.