গুরুতর অসুস্থ আমির খান, কী হল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর?

Updated By: Aug 7, 2017, 05:57 PM IST
গুরুতর অসুস্থ আমির খান, কী হল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর?

ওয়েব ডেস্ক : সোয়াইন ফ্লু-তে আক্রান্ত আমির খানl অসুস্থ হয়ে পড়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর স্ত্রী কিরণ রাও-ওl আর খান দম্পতির সেই অসুস্থতার কথা এবার নিজেই জানিয়েছেন আমিরl

সোয়াইন ফ্লুর কামড়ে এবার সত্যমেব জয়তে-র অনুষ্ঠানে হাজির হতে পারেননি আমির খানl আর এরপরই সেই কথা ট্যুইটারে জানালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্টl

সম্প্রতি সত্যমেব জয়তের তরফে মহারাষ্ট্রের খরা কবলিত এলাকার জন্য ‘পানি ফাউন্ডেশন’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়l আমির খানের উদ্যোগেই গ্রহণ করা হয় ওই প্রকল্পl আর সেই অনুষ্ঠান উপলক্ষ্যে এবার একই মঞ্চে হাজির হয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, নীতা আম্বানি, মুকেশ আম্বানিরাl তাঁদের পাশাপাশি শাহরুখ খানও হাজির ছিলেন ওই অনুষ্ঠানেl আর সেখানেই নিজের অসুস্থতার কথা জানান আমির খানl সেই ভিডিও বার্তায় আমিরের সঙ্গে হাজির ছিলেন স্ত্রী কিরণওl

চিকিৎসকের পরামর্শে এই মুহূর্তে আমির খান এবং কিরণ রাও ‘বেড রেস্টেই’ রয়েছেনl তবে, সোয়াইন ফ্লুর কবল থেকে কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন তিনি এবং তাঁর স্ত্রী কিরণ, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’l

.