সলমনের পার্টিতে সবাইকে চমকে দিলেন আমির!

সম্প্রতি সলমন খান নিজের বাড়িতে একটি পার্টি দেন। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তাবড় সমস্ত তারকারা। শাহরুখ খান থেকে আলিয়া ভাট সবাই উপস্থিত ছিলেন পার্টিতে। অতিথি তালিকায় ছিলেন আমিরও। তবে এই আমির, খান নন। এ আমির জনপ্রিয় সম্মোহনকারী। ইজরায়েলের এই সম্মোহনকারী সলমন খানের পার্টিতে এসে চমকে দিলেন। জানেন তিনি কী করলেন?

Updated By: Dec 13, 2016, 12:14 PM IST
সলমনের পার্টিতে সবাইকে চমকে দিলেন আমির!

ওয়েব ডেস্ক: সম্প্রতি সলমন খান নিজের বাড়িতে একটি পার্টি দেন। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তাবড় সমস্ত তারকারা। শাহরুখ খান থেকে আলিয়া ভাট সবাই উপস্থিত ছিলেন পার্টিতে। অতিথি তালিকায় ছিলেন আমিরও। তবে এই আমির, খান নন। এ আমির জনপ্রিয় সম্মোহনকারী। ইজরায়েলের এই সম্মোহনকারী সলমন খানের পার্টিতে এসে চমকে দিলেন। জানেন তিনি কী করলেন?

সূত্র থেকে জানা গিয়েছে, সলমন খানের পার্টিতে এসে ওই সম্মোহনকারী সবাইকে চমকে দিতে লাগলেন। প্রত্যেকের জীবনের অজানা কথা বলে দিতে শুরু করলেন। এমনকি আলিয়া ভাট স্কুল জীবনে প্রথম কার প্রেমে পড়েছিলেন, তার নামও বলে দিলেন। পার্টির অতিথিরা ওই সম্মোহনকারীকে একটু ভয়ই পেয়ে গেলেন কার্যত। যদি তিনি তাঁদের জীবনেরও কোনও গোপন তথ্য ফাঁস করে দেন!

.