৮৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পোস্টার প্রকাশ

প্রকাশিত হল ৮৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০১৪-র চূড়ান্ত পোস্টার। জনপ্রিয় টেলিভিশন শো গুড মর্নিং আমেরিকায় প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে হোস্ট এলেন ডেজেনরস বসে রয়েছেন। পরনে ব্ল্যাক সুট, মক্তোর মতো হাসি ছড়িয়ে ছুঁয়ে রয়েছেন অস্কার ট্রফি।

Updated By: Jan 13, 2014, 09:55 PM IST

প্রকাশিত হল ৮৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০১৪-র চূড়ান্ত পোস্টার। জনপ্রিয় টেলিভিশন শো গুড মর্নিং আমেরিকায় প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে হোস্ট এলেন ডেজেনরস বসে রয়েছেন। পরনে ব্ল্যাক সুট, মক্তোর মতো হাসি ছড়িয়ে ছুঁয়ে রয়েছেন অস্কার ট্রফি।

আগামী ১৬ জানুয়ারি ভোর ৫টা ৩০ মিনিটে প্রকাশিত হবে এবছরের অস্কার নমিনেশন। পিটিআই সূত্রের খবর অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ এবং অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস ও সাইন্সেস প্রেসিডেন্ট শেরিল বুন ইসাক ঘোষনা করবেন এ বছরের অস্কার নমিনেশন।

এর মধ্যেই দৌড় থেকে ছিটকে গিয়েছে জ্ঞান কোরেয়া পরিচালিত ভারতীয় ছবি দ্য গুড রোড।

.