৭৫ তম বিএফজেএ অ্যাওয়ার্ড

ভূতের ভবিষ্যত, পাগলু টু, অপরাজিতা তুমি, বোঝেনা সে বোঝেনা- ৭৫ তম বিএফজেএ অ্যাওয়ার্ডে ছিল মূলধারা আর অন্যধারার ছবির সহাবস্থান।

Updated By: Sep 11, 2013, 07:53 PM IST

ভূতের ভবিষ্যত, পাগলু টু, অপরাজিতা তুমি, বোঝেনা সে বোঝেনা- ৭৫ তম বিএফজেএ অ্যাওয়ার্ডে ছিল মূলধারা আর অন্যধারার ছবির সহাবস্থান।
বোঝেনা সে বোঝেনা ছবির জন্য সেরা প্রমিসিং পরিচালকের পুরস্কার পেয়েছেন রাজ চক্রবর্তী।
অপরাজিতা তুমি ছবির জন্য বছরের সেরা কাজের পুরস্কার পেয়েছেন প্রসেনজিত চ্যাটার্জি।
পাগলু টু-র জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন জিত গাঙ্গুলি।
অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, হেমলক সোস্যাইটি-র জন্য শেষ কয়েক বছরের উল্লেখযোগ্য কাজের পবুরস্কার জিতেছেন সৃজিত মুখার্জি।
জনপ্রিয়তম বিনোদন মূলক ছবি নির্বাচিত হয়েছে কৌশিক গাঙ্গুলির শব্দ।
হেমলক সোস্যাইটিতে অভিনয়ের জন্য বিশেষ জুরি পুরস্কার জিতেচেন পরমব্রত চট্টোপাধ্যায়।
সেরা ছবি অপরাজিতা তুমি।
দ্বিতীয় সেরা ছবি চিত্রাঙ্গদা।
সেরা ফিল্ম ক্রিটিক- অনিরুদ্ধ ধর।
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- অপর্ণা সেন ও তরুণ মজুমদার।

.