জাতীয় চলচ্চিত্র পুরস্কারে "রঞ্জনা`র ত্রিমুকুট"

ঊনষাটতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেল `রঞ্জনা আমি আর আসব না`। অঞ্জন দত্ত পরিচালিত এই ছবি পেয়েছে আরো দুটি সম্মান। স্পেশ্যাল জুরি আর সেরা সঙ্গীত পরিচালকের সম্মান পেয়েছেন নীল দত্ত।

Updated By: Mar 7, 2012, 03:33 PM IST

ঊনষাটতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেল `রঞ্জনা আমি আর আসব না`। অঞ্জন দত্ত পরিচালিত এই ছবি পেয়েছে আরো দুটি সম্মান। স্পেশ্যাল জুরি আর সেরা সঙ্গীত পরিচালকের সম্মান পেয়েছেন নীল দত্ত।
পুরস্কার ঘোষিত হওয়ার পর `২৪ ঘন্টা`কে অঞ্জন দত্ত জানিয়েছেন "নীলের জন্য আমি খুবই খুশী এবং গর্বিত। আমি পুরস্কার প্রত্যাশা করি না কিংবা পুরস্কারের জন্য ছবিও করি না। একটু অন্যভাবে ছবি করার চেষ্টা করি, লোকে যে সেটা পছন্দ করছে তাতেই আমি খুশী।"
বাংলা থেকে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন রূপা গাঙ্গুলী।
`দ্যা ডার্টি পিকচার` ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার চমকালো বিদ্যা বালনের হাতে। এর আগেও `ডার্টি সিল্ক` চরিত্রে অভিনয়ের জন্য বহু পুরস্কার ছিনিয়ে নিয়েছেন বিদ্যা। সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে পরিচালক অনিরের `আউ অ্যাম`। এই ছবির `অগর জিন্দেগি` গানের জন্য সেরা গীতিকার হিসেবে মনোনীত হয়েছেন অমিতাভ ভট্টাচার্য।
সেরা `স্পেশ্যাল এফেক্ট`এর সম্মান পেয়েছে শাহরুখের `রা-ওয়ান`।
৫৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা:
সেরা বাংলা ছবি-রঞ্জনা আমি আর আসব না
সেরা সঙ্গীত পরিচালক-নীল দত্ত
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- ময়ূখ ভৌমিক (ল্যাপটপ)
সেরা অভিনেত্রী- বিদ্যা বালন ( `দ্যা ডার্টি পিকচার`)
সেরা অভিনেতা-গিরিশ কুলকারনি
সেরা হিন্দি ছবি-আই অ্যাম
সেরা স্পেশ্যাল এফেক্ট- রা-ওয়ান
সেরা ছোটদের ছবি-চিল্লার পার্টি
সেরা কোরিওগ্রাফি-বস্কো-সিজার (জিন্দেগি না মিলেগি দোবারা)

.