BIFF'S প্রোজেক্ট মার্কেটে বেছে নেওয়া হল ২ বাংলা ছবির চিত্রনাট্য

তবে এই দুটি ছবিই এবার এশিয়ান প্রজেক্ট মার্কেট থেকে প্রযোজক পেতে চলেছে।

Updated By: Aug 10, 2019, 03:09 PM IST
BIFF'S প্রোজেক্ট মার্কেটে বেছে নেওয়া হল ২ বাংলা ছবির চিত্রনাট্য

নিজস্ব প্রতিবেদন: ২২ বছরের ইতিহাসে প্রথম, বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এবং এশিয়ান প্রডিউসর মার্কেটে বেছে নেওয়া হল দুটি বাংলা ছবির চিত্রনাট্য। যার মধ্যে একটি হল 'মরিচঝাঁপি', অন্যটি হল দ্যা ওয়েস্ট কালেক্টর। এই দুটি ছবির মধ্যে প্রথম ছবিটির পরিচালনা করেছেন বৌদ্ধায়ন মুখোপাধ্যায়। অন্যটির পরিচালনা করেছেন সুমন ঘোষ। এর মধ্যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা বৌদ্ধায়ন মুখোপাধ্যায়ের 'মরিচঝাঁপি' ছবিটি। তবে সুমন ঘোষের ছবিটির শ্যুটিং ঠিক কবে শুরু হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে এই দুটি ছবিই এবার এশিয়ান প্রজেক্ট মার্কেট থেকে প্রযোজক পেতে চলেছে।

প্রসঙ্গত, ৫ অক্টোবর থেকে শুরু হবে বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এবং এশিয়ান প্রোজেক্ট মার্কেট। চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। যেটি অনুষ্ঠিত হবে বুসান এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার। যে মার্কেটে প্রায় ৫০ টি দেশে থেকে ৮০০ টি কোম্পানি এই ফিল্ম ফেস্টিভ্যাল ও এশিয়ান প্রজেক্ট মার্কেটে সামিল হবে। যেখানে দেখানো হবে প্রায় ১০০টি ছবি।

.