জানুয়ারি-এপ্রিল ২০১৫, বলিউডে চোখ রাখবেন কোন ছবিতে? এক নজরে মুক্তির অপেক্ষায় সেরা ১০
শেষ হতে চলল ২০১৪। নতুন বছরে মুক্তি পাচ্ছে প্রচুর বলিউড ছবি। ২০১৫ সালের প্রথম চার মাসে মুক্তি পাওয়া ১০টি ছবি যা হতে পারে বছরের অন্যতম হিট। এমন ১০টি ছবি এক নজরে-
ওয়েব ডেস্ক: শেষ হতে চলল ২০১৪। নতুন বছরে মুক্তি পাচ্ছে প্রচুর বলিউড ছবি। ২০১৫ সালের প্রথম চার মাসে মুক্তি পাওয়া ১০টি ছবি যা হতে পারে বছরের অন্যতম হিট। এমন ১০টি ছবি এক নজরে-
1. তেভর
মুক্তি-৯ জানুয়ারি, ২০১৫
অর্জুন কপূর, সোনাক্ষি সিনহা
পরিচালক-অমিত শর্মা
গান, ট্রেলর নিয়ে এর মধ্যেই উত্তেজনার পারদ চরমে। অর্জুন-সোনাক্ষির সম্পর্কও ছবির প্রচারের অন্যতম ইউএসপি।
2. ডলি কি ডোলি
মুক্তি-২৩ জানুয়ারি, ২০১৫
সোনম কপূর, রাজকুমার রাও
পরিচালক-অভিষেক ডোগরা
দাবাং টিমের নতুন ছবি ডলি কি ডোলি নিয়ে দর্শকদের প্রত্যাশা প্রচুর। ছবিতে লুটেরি দুলহনের ভূমিকায় সোনম কপূরের লুক এর মধ্যেই হিট।
3. শামিতাভ
মুক্তি-৬ ফেব্রুয়ারি, ২০১৫
অমিতাভ বচ্চন, ধনুষ
পরিচালক-আর বালকি
বিগ বি নামেই ছবিতে যোগ হয় এক্স ফ্যাক্টর। টুইটারে এর মধ্যেই ভাইরাল ছবির অডিও পোস্টার। হিট অমিতাভেক লুক।
4. রয়
মুক্তি-১৩ ফেব্রুয়ারি, ২০১৫
রনবীর কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজ
পরিচালক-বিক্রমজিত্ সিং
বলিউডে ১০০ কোটির ক্লাবে খানদের সঙ্গে নতুন প্রজন্মের যদি কেউ কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে পারেন তবে তিনি অবশ্যই রনবীর কপূর। মুক্তি পেতেই ইউটিউবে ভাইরাল ট্রেলর।
5. NH10
মুক্তি-৬ মার্চ, ২০১৫
অনুষ্কা শর্মা, নীল ভূপালম
পরিচালক-নভদীপ সিং
অনুষ্কা শর্মা প্রযোজিত প্রথম ছবি NH10। পিকের সাফল্যে, বম্বে ভেলভেটে লিপ জব বিতর্কে, বিরাট কোহলির সঙ্গে সম্পর্কের খাতিরে অনুষ্কা এখন শিরোনামে। কাজেই তাঁর প্রযোজিত ছবিও যে প্রচারে খবরের শিরোনামে থাকবে তা বলাই বাহুল্য।
6. জলি এলএলবি টু
মু্ক্তি-মার্চ, ২০১৫
আরশাদ ওয়ারসি
পরিচালক-সুভাষ কপূর
কিছু কিছু ছবির চমকে দিতে প্রয়োজন হয় না খানদের। সমালোচকদের প্রশংসা কুড়োতে লাগে না বক্সঅফিসে ১০০ কোটির অঙ্ক। জলি এলএলবি এমনই এক ছবি। এই ছবির সিক্যোয়েল নিয়ে তাই প্রত্যাশা প্রচুর।
7. গব্বর
মু্ক্তি-৩ এপ্রিল, ২০১৫
অক্ষয় কুমার
পরিচালক-কৃষ
একে অ্যাকশন ছবি, তায় অক্ষয় কুমার, তার ওপর আবার ছবির নামে গব্বর। আগামী বছরের ১০০ কোটির শিবিরের অন্যতম দাবিদার এই ছবি।
8. ফ্যান্টম
মুক্তি-৩ এপ্রিল, ২০১৫
সইফ আলি খান, ক্যাটরিনা কইফ
পরিচালক-কবীর খান
একই দিনে বক্সঅফিসে মুখোমুখি অক্ষয়-সইফ। অক্ষয়ের পাল্লা ভারী হলেও সইফের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা। কোন ছবি আগে ঢুকবে ১০০ কোটির শিবিরে? গব্বর না ফ্যান্টম?
9. ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী
মুক্তি-১০ এপ্রিল, ২০১৫
সুশান্ত সিং রাজপুত
পরিচালক-দিবাকর ব্যানার্জি
ট্রেলর দিয়ে যদি কোনও ছবি সত্যিই চমকে দিয়ে থাকে তবে তা হল ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী। ঠিক কেমন হতে চলেছে এই ছবি?
10. পিকু
মুক্তি-৩০ এপ্রিল, ২০১৫
অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন
পরিচালক-সুজিত সরকার, রনি লাহিড়ি
কলকাতায় এসে অমিতাভের সাইকেল চালানো, নস্টালজিক টুইট, শুটিংয়ের মাঝেই এই ছবিকে ভালবেসে ছেলেছে দর্শক। এখন শুই মুক্তির অপেক্ষা।