সাইবার ক্রাইম কনসালটেন্ট পদে লোক নিচ্ছে রাজ্য পুলিস; মাসিক বেতন ৩৫,০০০ টাকা!

অফিসিয়াল ওয়েবসাইটে কোনও রকম বয়সের উল্লেখ করা হয়েনি। যে কোনও বয়সের প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন।

Edited By: সুদীপ দে | Updated By: Feb 29, 2020, 02:53 PM IST
সাইবার ক্রাইম কনসালটেন্ট পদে লোক নিচ্ছে রাজ্য পুলিস; মাসিক বেতন ৩৫,০০০ টাকা!

নিজস্ব প্রতিবেদন: সাইবার ক্রাইমের মতো গুরুতর সমস্যা ঠেকাতে রাজ্য সরকারের পুলিস বিভাগে শুরু হয়েছে নিয়োগ। ২০২০, পশ্চিমবঙ্গ পুলিসের সাইবার ক্রাইম পদে শুরু হচ্ছে নিয়োগ। এই চাকরি কোনও ভাবেই স্থায়ী চাকরি নয়। অস্থায়ী ভাবে পুলিসের বিভিন্ন বিভাগে যোগ্য প্রার্থীদের নেওয়া হবে। রাজ্য সরকারের পুলিস পরিদর্শক উত্তরবঙ্গ, শিলিগুড়ি ইত্যাদি জায়গায় পুলিস বিভাগের ‘সাইবার ক্রাইম কনসালটেন্ট’ পদেই লোক নেওয়া হবে।

ইচ্ছুক প্রার্থীকে আবশ্যক ভাবে বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। ইচ্ছুক প্রার্থীরা পুলিস বিভাগের www.wbpolice.gov.in/ www.banglarmukh.gov.in- এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।

মোট শূন্যপদের সংখ্যা ৪টি।

এই চাকরির জন্য বিএ, বি.টেক, বিসিএ, বি.এসসি যোগ্যতা সম্পন্ন হতে হবে।

উল্লেখিত ৮টি শূন্যপদে অস্থায়ীরূপে চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

বেতন প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

কোনও রকম বয়সের উল্লেখ করা হয়েনি এই চাকরির জন্য। যে কোনও বয়সের প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন।

০৬ মার্চের মধ্যে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মহিলা, পুরুষ যে কেউই আবেদন জানাতে পারে এই পদের জন্য।

.