ইউজিসিতে নিয়োগ, বেতন প্রায় দু লক্ষ টাকা! বিস্তারিত জানুন

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ এপ্রিল

Updated By: Mar 29, 2019, 06:53 PM IST
ইউজিসিতে নিয়োগ, বেতন প্রায় দু লক্ষ টাকা! বিস্তারিত জানুন

UGC recruitment 2019: ডেপুটি সেক্রেটারি, এবং এডুকেশন অফিসারের শূন্য় পদে নিয়োগ করবে দ্য ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন (UGC)।  মোট ছয়টি শূন্যপদ রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা ugc.ac.in-ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ এপ্রিল। 

চাকরি সংক্রান্ত বিস্তারিত
ডেপুটি সেক্রেটারি – ৪
এডুকেশন অফিসার – ২

শিক্ষাগত যোগ্যতা
ডেপুটি সেক্রেটারি পদের জন্য প্রার্থীকে স্নাতকোত্তর পাশ করতে হবে। পাশাপাশি কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এডুকেশন অফিসারের পদের জন্য প্রার্থীকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে। পাশাপাশি অন্ততপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা। 

চাকরি ও শিক্ষা সংক্রান্ত আরও খবর জানতে এখানে দেখুন

বয়সসীমা: ডেপুটি সেক্রেটারি পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর, এডুকেশন অফিারে পদে আবেদনের বয়সসীমা ৪০ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ৫ বছরের ছাড় পাবেন।

কীভাবে আবেদন করবেন
স্টেপ ১:অফিসাল ওয়েবসাইট ugc.ac.in-এ ভিজিট করুন 
স্টেপ ২: হোম পেজে ‘jobs’ লিঙ্কে ক্লিক করুন 
স্টেপ ৩: ‘apply online’ লিঙ্কে ক্লিক করুন
স্টেপ ৪: যেই পদের জন্য আবেদন করতে চান সেই পদের পাশে লেখা ‘here’ লিঙ্কে ক্লিক করুন। 
স্টেপ ৫: ছবি আপলোড করুন এবং ফর্ম ফিলআপ করুন
স্টেপ ৬: সাবমিট করুন।

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের শূন্যপদে নিয়োগ, মাসিক বেতন প্রায় ১২ লক্ষ

অনলাইনে আবেদন করার পর, ১২ এপ্রিলের মধ্যে আবেদন পত্রের হার্ডকপি পাঠাতে হবে হেডকোয়াটারে। খামের ওপরে অবশ্যই লিখতে হবে ‘applying for the post of.....’

বেতন: ডেপুটি সেক্রেটারির বেতনক্রম ৭৮,৮০০-২,০৯,২০০টাকা পর্যন্ত। এডুকেশন অফিসারের বেতনক্রম ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০। সঙ্গে মেডিক্যাল, ডিএ, এইচআরেসহ অন্যান্য ভাতাও রয়েছে। 

.