আবগারি দফতরে কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক

আবগারি দফতরে কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক

Updated By: Mar 10, 2019, 01:14 PM IST
আবগারি দফতরে কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক

নিজস্ব প্রতিবেদন: আবগারি বিভাগে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিস রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন আবগারি বিভাগে এই আড়াই হাজার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে ১১ মার্চ থেকে। সম্প্রতি এমনই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সমতুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করতে হবে। 

আরও পড়ুন: মাধ্যমিক পাশ সঙ্গে এই সার্টিফিকেট থাকলেই চাকরি মিলবে ভারতীয় নৌসেনায়

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর। রাজ্যের সংরক্ষিত শ্রেণি নিয়ম অনুযায়ী বয়সের সীমায় ছাড় পাবেন। 

আবেদন পদ্ধতি: অনলাইনে এবং অফলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১১ মার্চ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। 

শূন্যপদ: প্রার্থী বাছাই পদ্ধতি, আবেদনের অন্যান্য বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া হবে আগামী এক দিনের মধ্যেই। এ বিষয়ে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটি দেখুন। http://wbpolice.gov.in/writereaddata/wbp/Final%20Creative%20-%20090319.pdf

বিস্তারিত জানুন www.wbpolice.gov.in এই ওয়েবসাইট থেকে। 

.