মাধ্যমিক পাশ তরুণ নিয়োগ করবে ভারতীয় কোস্ট গার্ড, বিস্তারিত জেনে নিন

 আবেদন জমা দেওযার শেষ তারিখ ৮ নভেম্বর।

Updated By: Oct 22, 2019, 06:51 PM IST
মাধ্যমিক পাশ তরুণ নিয়োগ করবে ভারতীয় কোস্ট গার্ড, বিস্তারিত জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় কোস্ট গার্ডে ক্লাস টেন স্কিমে ০১/২০২০ ব্যাচে ট্রেনিং দিয়ে কিছু নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে কোনও ভারতীয় পুরুষরা আবেদন করতে পারবেন। 

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ দশম শ্রেণি পাশ। তপশিলি প্রার্থীরাএবং জাতীয় ও আন্তঃরাজ্য স্তরের প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারী খেলোয়াড়রা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

বয়স: ১ এপ্রিল ২০২০ তারিখে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর এবং বয়সের ঊর্ধ্বসীমা ২২ বছর। তপশিলিরা ৫ বছর এবং ওবিসিরা ৩ বছরের ছাড় পাবেন বয়সসীমায়। 

বেতনক্রম: পে লেভেল ৩ অনুযায়ী শুরুর বেসিক পে ২১৭০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। 

আবেদনের পদ্ধতি: https://www.joinindiancoastguard.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন জমা দেওযার শেষ তারিখ ৮ নভেম্বর। আবেদন করা যাবে বিকেল ৫টা পর্যন্ত। বৈধ মেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। উপরের ওয়েবসাইটে গিয়ে Opportunities লেখা জায়গায় ক্লিক করতে হবে। ওয়েবসাইটে দেওয়া নির্দেশমতো ফর্ম পূরণ করে I agree লেখা জায়গায় ক্লিক করতে হবে। বিস্তারিত জানুন ওপরের ওয়েবসাইট থেকে।

.