কোলফিল্ডস-এ ৭৫০টি শূন্যপদ, অষ্টম ও দশম শ্রেণি উত্তির্ণরা শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন

অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে  ওয়েবসাইট থেকে। 

Updated By: Sep 17, 2019, 10:38 AM IST
কোলফিল্ডস-এ ৭৫০টি শূন্যপদ, অষ্টম ও দশম শ্রেণি উত্তির্ণরা শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন

সেন্ট্রাল কোলফিল্ডসে ৭৫০ জন অ্য়াপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। 

শূন্যপদ: ফিটার: ২৫০, ওয়েল্ডার ৪০, ইলেক্ট্রিশিয়ান ৩৬০, মেকানিক (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স অফ হেভি ভিকল) ৪৫, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১৫, পাম্প অপারেটর কাম মেকানিক: ৫, মেশিনিস্ট: ২০, টার্নার: ১৫

যোগ্য়তা: ফিটার: দশম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফিটার ট্রেডে আইটিআই। 

ওয়েল্ডার: অষ্টম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে ওয়েল্ডার ট্রেডে আইটিআই। 

ইলেক্ট্রিশিয়ান: দশম শ্রেণি পাশ সঙ্গে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই। 

মেকানিক (রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স অফ হেভি ভিকল): মেকানিক আর্থ মুভিং মেশিনারি/ মেকানিক মোটর ভিকল/ মেন্টেন্যান্স অ্যান্ড রিপেয়ার অফ হেভি ভিকল/ ডিজেল মেকানিক/ মেকানিক মাইনিং মেশিনারি/ মেকানিক অটোমোবাইল বা ইলেক্ট্রনিক্সে আইটিআই। 

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট/ পাম্প অপারেটর-কাম-মেকানিক/ মেশিনিস্ট/ টার্নার: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই। সবক্ষেত্রেই ঝাড়খন্ডের আইটিআই থেকে পাশ হলে অগ্রাধিকার। 

বয়সসীমা: ১৫ অক্টোবর ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন। 

আবেদনের পদ্ধতি: https://apprenticeship.gov.in/pages/Apprenticeship/home.aspx ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। এরপর সেন্ট্রাল কোলফিল্ডসে আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ মেইল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে। 

.