একাধিক শূন্যপদ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে, কমার্সের পড়ুয়ারা আবেদন করুন
আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের ৭০টি শূন্যপদে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-র ওয়েস্টবেঙ্গল অডিট অ্যান্ড অ্য়াকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এগজামিনেশনের অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে আগামী ৪ ডিসেম্বর থেকে। নীচের যোগ্যতার যেকোনও ভারতীয়রা আবেদন করতে পারবেন।
শূন্যপদ: ৭০
বেতনক্রম: পে ব্যান্ড ফোর অনুযায়ী মূল বেতন ১৫৬০০-৪২০০০ টাকা। গ্রেড পে ৫৪০০ টাকা, অন্য়ান্য ভাতাও রয়েছে।
বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে ব্য়াচেলর ডিগ্রি অথবা ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্টস অব ইন্ডিয়ার সদস্য হতে হবে। অথবা ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউন্ট অব ইন্ডিয়ার সদস্য হতে হবে। বিস্তারিত জানুন ওয়েবসাইট থেকে।
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: ২১০ টাকা। অনলাইনে ফি দিলে বাড়তি ৫টাকা এবং অফলাইনে দিলে ২০টাকা ব্যাঙ্কের সার্ভিস চার্জ দিতে হবে, সঙ্গে জিএসটি।
আবেদনের পদ্ধতি: http://pscwbapplication.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।